আডবাণীর সঙ্গে সংঘাতের জের, দলীয় বৈঠক এড়াতে পারেন মোদী

লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রাকে ঘিরে বিজেপিতে চোরাস্রোত ক্রমশ তীব্র হচ্ছে। সূত্রে খবর, আডবাণীর অনুগামীদের সঙ্গে মতবিরোধের কারণে দলের আসন্ন জাতীয় কর্মসমিতির বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি। শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজেপির জাতীয় কর্মসমিতির দু`দিনের বৈঠক।

Updated By: Sep 29, 2011, 05:07 PM IST

আডবাণীর সঙ্গে সংঘাতের জের, দলীয় বৈঠক এড়াতে পারেন মোদী
লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রাকে ঘিরে বিজেপিতে চোরাস্রোত ক্রমশ তীব্র হচ্ছে। সূত্রে খবর, আডবাণীর অনুগামীদের সঙ্গে মতবিরোধের কারণে দলের আসন্ন জাতীয় কর্মসমিতির বৈঠক
বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি। শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজেপির জাতীয় কর্মসমিতির দু`দিনের বৈঠক। গুজরাতের মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কটের সিদ্ধান্ত মিডিয়ায়
প্রচারিত হওয়ার যথেষ্ট বিড়ম্বনায় পড়েছেন বিজেপি সভাপতি নীতিন গডকড়ি।
১১ অক্টোবর জয়প্রকাশ নারায়ণের জন্মদিবসে দুর্নীতিবিরোধী রথযাত্রা শুরু করবেন লালকৃষ্ণ আডবাণী। ২০ নভেম্বর দিল্লিতে শেষ হবে যাত্রা। প্রাথমিক ভাবে নিজের রাজ্য গুজরাত
থেকেই রথযাত্রার সূচনার কথা ভেবেছিলেন বিজেপির লৌহপুরুষ। কিন্তু রথযাত্রা নিয়ে ছোটে সর্দার আপত্তি তোলায় বিহারে জয়প্রকাশের জন্মস্থান সিতাবদিয়ারা থেকে যাত্রা শুরুর সিদ্ধান্ত
নেন তিনি। কট্টর মোদী-বিরোধী নীতীশ কুমারকে রথযাত্রার সূচনায় হাজির থাকতে রাজি করান। শুধু তাই নয়, মোদীকে এড়ানোর জন্য গত ২৫ সেপ্টেম্বর আমদাবাদে
বিজেপির সভায়ও অনুপস্থিত ছিলেন আডবাণী।
রাজনৈতিক মহলের ধারণা, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরে প্রধানমন্ত্রিত্বের লড়াই ক্রমশ তীব্র হতে চলেছে। আডবাণীর রথযাত্রাকে ঘিরে সাম্প্রতিক টানাপোড়েন
তারই ইঙ্গিতবাহী।

.