ইসলামের রক্ষণশীলতা নিয়ে ফের 'বিস্ফোরক' বাংলাদেশের লেখিকা তাসলিমা
ওয়েব ডেস্ক: 'অভিন্ন দেওয়ানি আইন' বিতর্কে সামিল হতে সোমবার জয়পুর সাহিত্য উৎসবে উপস্থিত হয়েছিলেন বাংলেদেশের 'বিতর্কিত' লেখিকা তাসলিমা নাসরিন। জয়পুর সাহিত্য উৎসবে এসে তাসলিমা নাসরিন সাফ জানিয়ে দিলেন, ইসলাম রক্ষণশীলতার বিরুদ্ধে তাঁর জেহাদ চলবে আমরণ। ইসলামের জেহাদি শাসনের বিরুদ্ধে তাসলিমা নাসরিন উদ্দীপ্ত কণ্ঠে বললনে, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হলে ইসলামের রক্ষণশীল ধ্যান ধারণার সমালোচনা করতেই হবে, এটাই একমাত্র পথ। এদিন তিনি বলেন, "আমি কিংবা অন্য কেউ যখন হিন্দুত্ব অথবা বৌদ্ধ ধর্মাচারণ নিয়ে সমালোচনা করি তখন কিছুই হয় না। যখনই ইসলাম নিয়ে সমালোচনা করা হয় তখনই জীবনে সঙ্কটের সম্মুখীন হতে হয়।
"কিছু বললেই একটার পর একটা ফতোয়া জারি হয়ে যায়। মৃত্যুর ফতোয়া। আমি বুঝি না এসবের কী দরকার? যদি আমার মতের সঙ্গে কেউ একমত না হন, তাহলে আমার বিরুদ্ধেই তো কিছু লিখতে পারে, নিজেদের মতামত জানাতে পারে। ফতোয়ার বদলে কথোপকথনের পথ কেন বেছে নেওয়া হয় না?- প্রশ্ন তাসলিমা নাসরিনের। ইসলামের রক্ষণশীলতা নিয়ে তাসলিমা নাসরিন প্রশ্ন তোলেন, "যখন হিন্দু ধর্মে কোনও মহিলা বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হন, তখন আইন তাঁকে তাঁর অধিকারের জন্য লড়তে দেয়। অথচ ইসলাম ধর্মে এমনটা হয় না"। মুসলিম মহিলাদের জন্য তাসলিমার উপদেশ, ইসলাম ধর্মাবল্মবী মহিলাদের বোঝা উচিত অভিন্ন দেওয়ানি আইন তাঁদের অধিকার রক্ষার জন্য কতটা প্রয়োজনীয়।