গত ১৫ বছরে অজ্ঞাত উত্স থেকে ১১,২৩৪ কোটি টাকা তুলেছে জাতীয় দলগুলি, জানাল এডিআর

কংগ্রেসের দেওয়া তথ্য অনুযায়ী অজ্ঞাত উত্স থেকে তাদের আয়ের পরিমাণ ৭২৮.৮৮ কোটি টাকা

Updated By: Mar 10, 2020, 10:54 AM IST
গত ১৫ বছরে অজ্ঞাত উত্স থেকে ১১,২৩৪ কোটি টাকা তুলেছে জাতীয় দলগুলি, জানাল এডিআর

নিজস্ব প্রতিবেদন: গত ১৫ বছরে অজ্ঞাত উত্স থেকে বিপুল টাকা চাঁদা তুলেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলি। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তোলা ওই চাঁদার পরিমাণ ১১,২৩৪ কোটি টাকা। এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রাটিক রিফর্মস(এডিআর)।

আরও পড়ুন-রাহুলের সঙ্গে কথা ইয়েচুরির, বাংলা থেকে রাজ্যসভার জোট প্রার্থী বিকাশ  

এডিআর যে তথ্য দিয়েছে তার মধ্যে বিজেপি, কংগ্রেস, টিএমসি, সিপিআইএম, এনসিপি, বিএসপি ও সিপিআই। নির্বাচন কমিশনে ওইসব দলগুলির দেওয়া তথ্য অনুযায়ী পরিসংখ্যান প্রকাশ করেছে এডিআর।

নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী মায়াবতীর বসপা কুপন, ইলেকট্রারাল বন্ড বা অজ্ঞাত উত্স থেকে থেকে কোনও চাঁদা গ্রহণ করেনি। তবে অন্যান্য জাতীয় দলগুলি গত পনের বছরে নিয়েছে ১১,২৩৪.১২ কোটি টাকা। অজ্ঞাত উত্স থেকে বিজেপির নেওয়া চাঁদার পরিমাণ ১,৬১২.০৪ কোটি টাকা।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে তুঙ্গে নাটক, গণইস্তফা দিলেন কংগ্রেসের ২০ জন মন্ত্রী

কংগ্রেসের দেওয়া তথ্য অনুযায়ী অজ্ঞাত উত্স থেকে তাদের আয়ের পরিমাণ ৭২৮.৮৮ কোটি টাকা। ওই অর্থ তাদের মোট আয়ের ২৯ শতাংশ। কুপন বিক্রি করে কংগ্রেস ও এনসিপি ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তুলেছে ৩,৯০২.৬৩ কোটি টাকা।

.