প্রকাশিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার ফল, মেধা তালিকায় শীর্ষে কল্পনা কুমারী
মেধা তালিকায় পঞ্চাশের মধ্যে এ রাজ্যের পড়ুয়া
![প্রকাশিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার ফল, মেধা তালিকায় শীর্ষে কল্পনা কুমারী প্রকাশিত সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার ফল, মেধা তালিকায় শীর্ষে কল্পনা কুমারী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/04/122965-09.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল এবছরের সর্বভারতীয় মেডিক্যাল প্রবিশকার ফল। সোমবার দুপুর একটা নাগাদ ফল প্রকাশ করল সিবিএসই। ফল জানা যাবে সিবিএসইর ওয়েবসাইট www.cbseneet.nic.in থেকে। এছাড়ও ফল জানতে পারা যাবে cbseresults.nic.in থেকেও।
আরও পড়ুন-আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করে ভুল করেননি প্রণব, প্রাক্তন রাষ্ট্রপতির পাশে এই কংগ্রেস নেতা
মেধা তালিকায় শীর্ষে রয়েছেন কল্পনা কুমারী। ৭১০ নম্বরের মধ্যে কল্পনা পেয়েছেন ৬৯১। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহন পুরোহিত(৬৯০)। তৃতীয় স্থানে রয়েছেন হিমাংশু শর্মা(৬৯০)। ৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন বরুণ মুদিপি। সপ্তম স্থানে রয়েছেন আশিষকৃষ্ণ আগরওয়াল। তিনি পেয়েছেন ৬৮৫ নম্বর। এছাড়া এরাজ্যে থেকে মেধা তালিকায় ৩৯তম স্থানে রয়েছেন অদিত্য সারোগি।