টানা ২০ বছর নেতাজীর পরিবারের উপর নজরদারি চালাত নেহরু সরকার: আই বি রিপোর্ট
সুভাষচন্দ্র বসু-জওহারলাল নেহরু সম্পর্ক নিয়ে ফের বিতর্ক উস্কে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি তথ্য। আই বি-র রিপোর্টে দেখা যাচ্ছে, স্বাধীনতার ঠিক পর ১৯৪৮- থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নেতাজির পরিবারের ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন জওহরলাল নেহরু।
![টানা ২০ বছর নেতাজীর পরিবারের উপর নজরদারি চালাত নেহরু সরকার: আই বি রিপোর্ট টানা ২০ বছর নেতাজীর পরিবারের উপর নজরদারি চালাত নেহরু সরকার: আই বি রিপোর্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/04/10/36892-netaji.jpg)
ব্যুরো: সুভাষচন্দ্র বসু-জওহারলাল নেহরু সম্পর্ক নিয়ে ফের বিতর্ক উস্কে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি তথ্য। আই বি-র রিপোর্টে দেখা যাচ্ছে, স্বাধীনতার ঠিক পর ১৯৪৮- থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নেতাজির পরিবারের ওপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন জওহরলাল নেহরু।
এই কুড়ি বছরের মধ্যে ষোলো বছরই দেশের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। একটি ইংরেজি পত্রিকায় প্রকাশ করে আইবি-র এই গোপন রিপোর্ট।
কিন্তু কেন এই নজরদারি? পত্রিকায় বলা হয়েছে, নেতাজির মৃত্যুর নিয়ে ধোঁয়াশায় ছিল তত্কালীন সরকার। নেতাজি জীবিত থাকলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন বলে মনে করেছিল নেহরু সরকার। আকবরের মতে, সুভাষচন্দ্র বসুই ছিলেন একমাত্র নেতা যিনি বিরোধীদের সংগঠিত করে উনিশশো সাতান্নর নির্বাচনে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারতেন কংগ্রেসকে।