সিরিয়ায় শান্তি ফেরাতে সব পক্ষকে বার্তা নয়াদিল্লির
আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে বিষয়টির নিষ্পত্তি করা উচিত বলে মত বিদেশমন্ত্রকের।
নিজস্ব প্রতিবেদন: সিরিয়ায় মার্কিন হানা নিয়ে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দিল ভারত। ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করল নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, ''সিরিয়ার পরিস্থিতির উপরে নজর রাখছি আমরা। রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এটা সত্যি হল একেবারেই অনুচিত। Organisation for the Prohibition of Chemical Weapons-র কাছে আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি।''
এরসঙ্গে শান্তির পক্ষে বার্তা দিয়ে নয়াদিল্লি জানিয়েছে, পরিস্থিতির যাতে আরও অবনতি না হয়, তা সব পক্ষকে নিশ্চিত করতে হবে। আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে বিষয়টির নিষ্পত্তি করা উচিত।
We urge all Parties to show restraint & to avoid any further escalation in the situation. The matter should be resolved through dialogue & negotiations & on the basis of the principles of the UN Charter & in accordance with international law: MEA
— ANI (@ANI) April 14, 2018
আরও পড়ুন- তামিল নববর্ষে দু'হাজারি নোটে সাজল মন্দিরের গর্ভগৃহ