আফজলকে পরিবারের সঙ্গে দেখা করানো উচিৎ ছিল, মত ওমর আবদুল্লার
আফজল গুরুর ফাঁসি ইস্যুতে এবার কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের চাপানউতোর প্রকাশ্যে চলে এল। শনিবারই তিহার জেলে ফাঁসি দেওয়া হয় সংসদ হামলার সাজাপ্রাপ্ত আফজল গুরুকে। মৃত্যুর পর তিহার জেলেই কবর দেওয়া হয় আফজলকে।
আফজল গুরুর ফাঁসি ইস্যুতে এবার কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের চাপানউতোর প্রকাশ্যে চলে এল। শনিবারই তিহার জেলে ফাঁসি দেওয়া হয় সংসদ হামলার সাজাপ্রাপ্ত আফজল গুরুকে। মৃত্যুর পর তিহার জেলেই কবর দেওয়া হয় আফজলকে।
বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ফাঁসির আগে আফজল গুরুকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি। এরপরই রবিবার নিজেদের অবস্থান স্পষ্ট করে কংগ্রেস। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, আইন মেনেই গোটা পদক্ষেপ নেওয়া হয়েছে।
আফজলের ফাঁসির পর তাঁর ভাইপো মহম্মদ ইয়াসিন গুরু জানিয়েছিলেন, তাঁরা সংবাদমধ্যমের কাছে থেকেই ফাঁসির খবর পান। শ্রীনগরের শোপর গ্রামে সাংবাদিকদের তিনি বলেন, "সরকারের তরফে আমাদের কিছুই জানানো হয়নি।" তিনি আরও বলেন, "মানবতার খাতিরে অন্তত পরিবারের সঙ্গে গুরুর কথা বলানো উচিৎ ছিল, তাঁর কোনও শেষ ইচ্ছা ছিল কি না তাও জানা হল না।" এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য সরকার পক্ষকেই দায়ী করেছে আফজলের পরিবার।