রাহুলের সঙ্গে মাওবাদী-জেহাদি যোগের অভিযোগ হাস্যকর: চিদম্বরম
অরুণ জেটলির অভিযোগ ওড়ালেন পূর্বসূরী চিদম্বরম।
নিজস্ব প্রতিবেদন: মাওবাদী ও জেহাদিদের সঙ্গে যোগ রয়েছে কংগ্রেসের। বিজেপির এহেন অভিযোগ উড়িয়ে দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। টুইটারে তিনি লেখেন, মাওবাদী ও জেহাদিদের প্রতি রাহুল গান্ধীর সহানুভূতির অভিযোগ হাস্যকর।
পি চিদম্বরমের কথায়, ''মাওবাদী ও জেহাদিদের প্রতি রাহুল গান্ধীর সমবেদনা থাকার অভিযোগ হাস্যকর ও অযৌক্তিক। ওই দুই সংগঠনের কঠোর বিরোধিতা করে কংগ্রেস। ছত্তিসগঢ়ে মাওবাদী হিংসার শিকার হয়েছে কংগ্রেসের নেতৃত্ব। ইউপিএ জমানায় জম্মু-কাশ্মীরে জেহাদিদের মোকাবিলা করেছিল সরকার। হিংসাও কমে এসেছিল।''
The allegation that jehadists and Maoists have earned the sympathy of Rahul Gandhi is laughable and absurd. Congress is stoutly opposed to the two groups.
— P. Chidambaram (@PChidambaram_IN) June 23, 2018
Who can forget that Congress practically lost its entire leadership in Chhattisgarh to Maoist violence?
— P. Chidambaram (@PChidambaram_IN) June 23, 2018
Under UPA, the government fought the jehadists in J&K and brought down the level of violence substantially.
— P. Chidambaram (@PChidambaram_IN) June 23, 2018
উল্লেখ্য, ২০১৩ সালে বস্তারে মাওবাদী হামলায় নিহত হন বেশ কয়েকজন কংগ্রেস নেতা। তার মধ্যে ছিলেন দলের প্রবীণ নেতা ভিসি শুক্লাও।
শুক্রবার নজের ব্লগে অরুণ জেটলি অভিযোগ করেন, জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে জেহাদিরা। আদিবাসী এলাকায় উন্নয়নের কাজে বাধা দিচ্ছে মাওবাদীরা। তাদের বিরোধিতা করলে নিরীহ আদিবাসীদের হত্যা করছে তারা। ঐতিহাসিকভাবে এই সব সংগঠনের বিরোধিতা করলেও গান্ধীদের হৃদয়ে ঠাঁই রয়েছে ওদের।
আরও পড়ুন- বিদ্যুতের বিল কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের, বেঁধে দেওয়া হচ্ছে এসি-র তাপমাত্রা