জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত, প্ল্যাস্টিক ব্যবহার নিষিদ্ধে বিশ্বকে বার্তা মোদীর

আগামী দিনে জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র, ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক সমস্যার মোকাবিলা করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান প্রধানমন্ত্রী।

Updated By: Sep 9, 2019, 07:30 PM IST
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভারত, প্ল্যাস্টিক ব্যবহার নিষিদ্ধে বিশ্বকে বার্তা মোদীর
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে বিশ্বকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নয়ডায় আয়োজিত রাষ্ট্রসঙ্ঘের সদস্যদের নিয়ে কনভেনশনে খরা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তৃতা রাখেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, জলবায়ু পরিবর্তন পৃথিবীর বুকে অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। উষ্ণায়নের কারণে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা দেখা দিচ্ছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র, ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক সমস্যার মোকাবিলা করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান প্রধানমন্ত্রী।

জল সংকট বিশ্বের কাছে বিভিষিকা হয়ে দাঁড়াতে পারে বলে জানান নরেন্দ্র মোদী। উল্লেখ্য, জল সঞ্চয় এবং তার উপযুক্ত ব্যবহারের জন্য ইতিমধ্যে জলশক্তি মন্ত্রক তৈরি করেছে মোদী সরকার। জল অপব্যবহার রুখতে জোর কদমে প্রচার চালানো হচ্ছে সরকারের তরফে। ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডিসার্টিফিকেশন (ইউএনসিসিডি)-র বিভিন্ন দেশের প্রতিনিধিদের জল সংকট রুখতে এগিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- গুজরাট উপকূলে উদ্ধার পরিত্যক্ত বোট, প্রবল নাশকতা আশঙ্কা করে জারি হাই অ্যালার্ট

উল্লেখ্য, এই সম্মেলনে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, মন্ত্রী, বিজ্ঞানী, সমাজকর্মী নিয়ে ৭২০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। খরা, ভূমিক্ষয়, প্রাকৃতিক বিপর্যয়-সহ একধাকি ইস্যুতে পৃথিবীর ভূমি-ব্যবহারযোগ্য নীতি আরও মজবুত করতে ৩০টি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ২ সেপ্টম্বর থেকে শুরু হয়েছে এই সম্মেলন। শেষ হবে ১৩ সেপ্টম্বর।   

.