জলপথে হামলা চালাতে পারে পাক জঙ্গিরা, উপকূলে চূড়ান্ত সতর্ক নৌসেনা
৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে তৈরি সেনাও
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান। এরকম এক অবস্থায় পাক সীমানা থেকে জলপথে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা ক্রমশই বাড়ছে। একথা মাথায় রেখেই ভারতীয় নৌসেনার সবকটি ঘাঁটিকে সতর্ক করল ভারত।
আরও পড়ুন-বিজেপি নেত্রীর সঙ্গে শমীকের ঘনিষ্ঠতার অভিযোগ, মুখ খোলায় ফোনে হুমকি মহিলাকে
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নৌসেনার এক আধিকারিক জানিয়েছেন, নৌসেনার ওপরে চরম সতর্কতা জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে ৭৫১৪ কিলোমিটার উপকূল বরাবর নজরদারি। উপকূলে নজরদারি রেডারগুলিকে সক্রিয় করা হয়েছে।
Sources: Indian Navy puts all its bases and warships on high alert. Measures taken after Article 370 was revoked by the government and also due to possibility of Pakistan-backed terrorists carrying out any attack
— ANI (@ANI) August 9, 2019
এদিকে, সংবাদমধ্যমে আরও খবর মাসুদ আজহারের ভাই রউফ আজহার ঢুকে পড়েছে পাক অধিকৃত কাশ্মীরে। সেখান থেকেই তার সাঙ্গপাঙ্গরা ভারতে কোনও ফিঁদাইন হামলা চালাতে পারে।
আরও পড়ুন- ধর্মতলার সমাবেশে সব পুরোহিতকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি মন্ত্রীর
অন্যদিকে, ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে তৈরি সেনাও। সেনার চিনার কর্পের প্রধান কে জি এস ধিঁলো সাফ জানিয়ে দিয়েছেন, বিভিন্ন বিষয়ে হুমকি দিচ্ছে পাকিস্তান। কোনও কিছু ঘটলে তার জবাব দেওয়া হবে। এর জন্য তৈরি রয়েছে সেনা। যারা শান্তি ভঙ্গ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।