একনজরে গত ২৪ ঘণ্টায় কীসের কীসের দাম বেড়েছে

মাসের শুরু থেকে যে সমস্ত জিনিসের দাম বাড়ার কথা, তা কার্যকর হয়ে গিয়েছে। দাম বাড়ার ফলে এরই মধ্যে বেশ চাপেই পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। একবার চোখ বুলিয়ে নিন কোন কোন খাতে এবার থেকে আপনার পকেট কতটা খালি হল আর হবে।

Updated By: Jun 5, 2016, 08:14 PM IST
একনজরে গত ২৪ ঘণ্টায় কীসের কীসের দাম বেড়েছে

ওয়েব ডেস্ক: মাসের শুরু থেকে যে সমস্ত জিনিসের দাম বাড়ার কথা, তা কার্যকর হয়ে গিয়েছে। দাম বাড়ার ফলে এরই মধ্যে বেশ চাপেই পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। একবার চোখ বুলিয়ে নিন কোন কোন খাতে এবার থেকে আপনার পকেট কতটা খালি হল আর হবে।

একনজরে দেখে নিন গত ২৪ ঘণ্টায় কীসের কীসের দাম বেড়েছে-

১) পেট্রোল বেড়েছে লিটারে ২.৫৮ টাকা এবং ডিজেল বেড়েছে ২.২৬ টাকা।

২) ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডারপিছু প্রায় ২২ টাকা।

৩) এভিয়েশন টার্বাইন ফুয়েল বা প্লেনের তেলের দাম বেড়েছে ৯.২ শতাংশ।

৪) পরিষেবা কর বেড়েছে ১৫ শতাংশ।

এবারে দেখে নিন, এর ফলে কোথায় কোথায় আপনার খরচ বেড়ে গিয়েছে গত ২৪ ঘণ্টায়-

১. বিমানে যাতায়াত

২. রেলে যাতায়াত

৩. মোবাইলের বিল

৪. রেস্তোরাঁয় খাওয়ার খরচ

৫. হোটেলের বিল

৬. সিনেমার টিকিট

৭. বিমা পলিসি

৮. স্বাস্থ্যপরীক্ষা

৯. কোচিং সেন্টার

১০. এটিএম চার্জ, নতুন চেক বই, লকার, ডিমান্ড ড্রাফটের মতো ব্যাঙ্কিং পরিষেবা

১১. বেড়ে যেতে পারে আলু থেকে শুরু করে সব সবজির দাম

১২. সামগ্রিকভাবে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল

.