জিএসটি মানে 'গব্বর সিং ট্যাক্স', মোদীকে টিপ্পনি রাহুলের
নিজেস্ব প্রতিবেদন : জিএসটি মানে 'গব্বর সিং ট্যাক্স'। জিএসটি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের একবার আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। নভসর্জন জনসন্দেশ মহাসম্মেলনে যোগ দিতে সোমবার গুজরাটের গান্ধীনগরে যান রাহুল। সেখানে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।
ভাষণের শুরু থেকেই সোমবার রাহুল ছিলেন আক্রমণাত্মক। নোটবন্দি থেকে জিএসটি, প্রতিটি বিষয় নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানান কংগ্রেস সহ-সভাপতি। এক সময় নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করে রাহুল বলেন, ''প্রধানমন্ত্রী হওয়ার পর আমার(নরেন্দ্র মোদীর) ৫০০ ও ১০০০ টাকার নোট আর ভালো লাগছিল না। তাই বাতিল করে দিলাম সেগুলি।''
#WATCH: Rahul Gandhi mocks PM on demonitisation announcement, says, 'PM said I don't like 500-1000 notes so I'm discontinuing them hahaha' pic.twitter.com/OYv4wparyO
— ANI (@ANI) October 23, 2017
গত কয়েকদিন ধরেই গুজরাট নির্বাচন নিয়ে শুরু হয়েছে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর মধ্যে রাজনৈতিক লড়াই। সোশাল মিডিয়া থেকে জন সমাবেশ, একে অপরের দিকে আক্রমণ শানিয়েই যাচ্ছেন।
আরও পড়ুন- গুজরাট বিক্রি হয়নি কোনওদিন, হবেও না : রাহুল গান্ধী