মহিলা সুরক্ষা নিশ্চিত হোক, দাবি রেলমন্ত্রীর স্ত্রীর
মহিলাদের নিরাপত্তা বিষয়টিতে প্রাধান্য দিয়ে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন শুরু করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন খোদ রেলমন্ত্রীর স্ত্রী মধু বনসল। বিপদের সময় রেলযাত্রীরা যাতে দ্রুত পুলিসি সহায়তা পান, সে জন্য এই হেল্পলাইন সক্রিয় করা উচিৎ বলে মনে করেন পবন জায়া। পবন বনসলের প্রথম রেল বাজেট পেস করার দিন সকালেই এ কথা জানিয়েছেন রেলমন্ত্রীর স্ত্রী।
মহিলাদের নিরাপত্তা বিষয়টিতে প্রাধান্য দিয়ে ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন শুরু করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন খোদ রেলমন্ত্রীর স্ত্রী মধু বনসল। বিপদের সময় রেলযাত্রীরা যাতে দ্রুত পুলিসি সহায়তা পান, সে জন্য এই হেল্পলাইন সক্রিয় করা উচিৎ বলে মনে করেন পবন জায়া। পবন বনসলের প্রথম রেল বাজেট পেস করার দিন সকালেই এ কথা জানিয়েছেন রেলমন্ত্রীর স্ত্রী।
সংসদের রেল বাজেট পেশ করছেন পবন কুমার বনসল। মধু বনসলের দাবি, রেলে পরিচ্ছন্নতার দিকেও নজর দিক মন্ত্রক। এ দিন সাংবাদিকদের তিনি বলেন, "আমি স্বাধারণত চণ্ডীগড় থেকে দিল্লি পর্যন্ত রেলে যাত্রা করি। আমার মনে হয়, মহিলাদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করুক রেল।" বিপদের সময় এই হেল্পলাইন কাজে আসবে বলে মনে করেন তিনি।