যোগানন্দজির দ্বিতীয় ভবিষ্যতবাণীও সত্যি হবে; রাম মন্দির নিয়ে চাঞ্চল্যকর দাবি সিদ্ধার্থনাথের
ওয়েব ডেস্ক: প্রথম ভবিষ্যতবাণীটা মিলে গেছে। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। এবার দ্বিতীয়টাও মিলে যাবে। রাম মন্দির হবেই। চাঞ্চল্যকর মন্তব্য উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের।
সিদ্ধার্থনাথের দাবি, দেশে বদল আসছে। আগে যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন এখন তাঁরাই চাইছেন অযোধ্যায় রাম মন্দির হোক।
Swami Brahma Yogananda had predicted Modi ji will become PM,and he now predicted a grand Ram Temple before 2019: SN Singh,UP Minister pic.twitter.com/5YedGeI39W
— ANI UP (@ANINewsUP) September 29, 2017
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিদ্ধার্থনাথ বলেন, স্বামী ব্রহ্ম যোগানন্দজি একসময়ে ভবিষ্যতবাণী করেছিলেন মোদীজি প্রধানমন্ত্রী হবেন। সেটাই হয়েছে। এবার স্বামীজি জানিয়েছেন, ২০১৯ এর আগেই রাম মন্দির তৈরি হয়ে যাবে। ফলে রাম মন্দির নির্মাণ ঠেকানো যাবে না। বড়সড় আকারেই রাম মন্জিদর নির্মাণ করা হবে।
উল্লেখ্য, গত ৬ জুলাই ভিএইচপির তত্বাবধানে ৩ ট্রাক লাল পাথর এসেছে অযোধ্যায়। ওই পাথর মন্দির নির্মাণে কাজে লাগানো হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে বহুদিন ধরে পড়ে থাকা রাম মন্দির-বাবরি মসজিদ মামলার শুনানি শুরু হবে। তার আগেই মন্দির নির্মাণের জন্য যাবতীয় উদ্যোগ নিতে শুরু করেছে ভিএইচপি।
আরও পড়ুন-মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশন ফুটব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা, পদপিষ্ট হয় মৃত কমপক্ষে ২২