অবসরে টাটা
একুশ বছর। চোদ্দ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৪ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার কনগ্লোমারেট। বিশ্বের প্রথম সারির কর্পোরেট সংস্থা। বিগত ২১ বছর ধরে যাঁর নেতৃত্বে এই স্বপ্নের উড়ান তাঁর নাম রতন নভল টাটা। আজ ৭৫-এ পা দিলেন। আর আজই সংস্থার নিয়ম মেনে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। অবসর গ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ৪৪ বছরের সাইরাস মিস্ত্রি।
একুশ বছর। চোদ্দ হাজার কোটি টাকা থেকে বেড়ে ৪ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার কনগ্লোমারেট। বিশ্বের প্রথম সারির কর্পোরেট সংস্থা। বিগত ২১ বছর ধরে যাঁর নেতৃত্বে এই স্বপ্নের উড়ান তাঁর নাম রতন নভল টাটা। আজ ৭৫-এ পা দিলেন। আর আজই সংস্থার নিয়ম মেনে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। অবসর গ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ৪৪ বছরের সাইরাস মিস্ত্রি।
টাটা তাঁর বিদায়পত্রে সংস্থার সঙ্গে কাটানো স্মরণীয় মুহর্তগুলির কথা টেনে এনেছেন। চিঠিতে যেমন এসেছে কর্মচারীদের সঙ্গে কাটানো মুহুর্তের প্রসঙ্গ, তেমনই এসেছে টাটা মোটরসের কারখানায় কাটানো লৌহপুরুষের টুকরো টুকরো স্মৃতির কথা।
এতদিন ধরে সংস্থার দায়িত্বে থাকা রতন টাটা এদিন টুইট করে জানিয়েছেন, "সংস্থার ইউনিয়নের অনুরোধে আমি দিন কাটিয়েছি।" সংস্থার কর্মরত সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিদায়ী চেয়রম্যান।
একুশ বছর আগে জেআরডি টাটার উত্তরাধিকারী হয়ে টাটা গ্রুপের দায়িত্ব নিয়েছিলেন। উত্থানের সিঁড়ি বেয়ে আজ পালনজি-তনয়ের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে। সাপুরজি পালনজি টাটা সনসের ১৮ শতাংশ শেয়ারের মালিক। নওরজি সোউকতওয়ালার পর এই প্রথম টাটা পরিবারের বাইরের কেই চেয়ারম্যান পদে আসীন হতে চলেছেন।