জন ধন অ্যাকাউন্টে টাকা তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা RBI-এর
কালো টাকা সাদা করার ফন্দি ফিকির রুখতে আরও কড়া কেন্দ্রীয় সরকার। কালো টাকা সাদা করা রুখতে নয়া নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্কের। তাই এবার লাগাম জন ধন যোজনার অ্যাকাউন্টে। নয়া নির্দেশিকা অনুযায়ী এবার জন ধন অ্যাকাউন্টে মাসে টাকা তোলার উর্ধ্বসীমা ১০ হাজার টাকা। শুধুমাত্র KYC থাকা অ্যাকাউন্ট থেকে মাসে ১০ হাজার টাকা তোলা যাবে। ম্যানেজার চাইলে তবেই তোলা যাবে বাড়তি টাকা। KYC না থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উর্ধ্বসীমা মাসে ৫ হাজার টাকা। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
ওয়েব ডেস্ক: কালো টাকা সাদা করার ফন্দি ফিকির রুখতে আরও কড়া কেন্দ্রীয় সরকার। কালো টাকা সাদা করা রুখতে নয়া নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্কের। তাই এবার লাগাম জন ধন যোজনার অ্যাকাউন্টে। নয়া নির্দেশিকা অনুযায়ী এবার জন ধন অ্যাকাউন্টে মাসে টাকা তোলার উর্ধ্বসীমা ১০ হাজার টাকা। শুধুমাত্র KYC থাকা অ্যাকাউন্ট থেকে মাসে ১০ হাজার টাকা তোলা যাবে। ম্যানেজার চাইলে তবেই তোলা যাবে বাড়তি টাকা। KYC না থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উর্ধ্বসীমা মাসে ৫ হাজার টাকা। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন ক্যানসার প্রতিরোধে রসুনের আশ্চর্য কেরামতি
আরও পড়ুন নিয়মিত মধু খেলে কী হয় জানেন?