সলমন এখনই জেলে যাবেন কিনা তা চূড়ান্ত হবে আজ

দুদিনের শুনানির পর অবশেষে আজ সলমন খানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলায় রায় দিতে পারে বম্বে হাইকোর্ট।  সুপারস্টার এখনই জেলে যাবেন কিনা তা  চূড়ান্ত হবে হাইকোর্টের এই রায়েই। তবে মামলার আগেই আপাপতত কিছুটা স্বস্তিতে সল্লুর শিবির। কালই  হিট অ্যান্ড রান মামলায় হাইকোর্টের দ্বিতীয় শুনানিতে সলমনকে  কিছুটা বেনিফিট অফ ডাউটের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।  দুর্ঘটনার সময় সলমনই গাড়ি চালাচ্ছিলেন, সেই বয়ান পুরোপুরি নির্ভরযোগ্য নয় বলে মত বম্বে হাইকোর্টের।  

Updated By: Dec 10, 2015, 09:32 AM IST
সলমন এখনই জেলে যাবেন কিনা তা  চূড়ান্ত হবে আজ

ওয়েব ডেস্ক: দুদিনের শুনানির পর অবশেষে আজ সলমন খানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলায় রায় দিতে পারে বম্বে হাইকোর্ট।  সুপারস্টার এখনই জেলে যাবেন কিনা তা  চূড়ান্ত হবে হাইকোর্টের এই রায়েই। তবে মামলার আগেই আপাপতত কিছুটা স্বস্তিতে সল্লুর শিবির। কালই  হিট অ্যান্ড রান মামলায় হাইকোর্টের দ্বিতীয় শুনানিতে সলমনকে  কিছুটা বেনিফিট অফ ডাউটের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।  দুর্ঘটনার সময় সলমনই গাড়ি চালাচ্ছিলেন, সেই বয়ান পুরোপুরি নির্ভরযোগ্য নয় বলে মত বম্বে হাইকোর্টের।  

এর ফলে সলমনের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকটাই দুর্বল হয়ে যায়। বলিউড স্টারের দেহরক্ষী এবং মুম্বই পুলিসের কনস্টেবল রবীন্দ্র পাটিল এই মামলায় সরকার পক্ষের প্রধান সাক্ষী। তিনিই একমাত্র সাক্ষী যিনি দাবি করেছিলেন, ঘটনার সময় সলমন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।  হাইকোর্টের মতে, এই পরিস্থিতিতে পাটিলের বয়ানের পক্ষে আরও প্রমাণের প্রয়োজন আছে।  পাটিলের বয়ান গ্রহণ করে নিম্ন আদালত ভুল করেছে বলেও মত হাইকোর্টের।  কারণ  দুহাজার সাত সালেই মৃত্যু হয়েছে রবীন্দ্র পাটিলের।

সলমন আদৌ মদ্যপ ছিল কিনা এখন তার যথেষ্ট তথ্যপ্রমাণ নেই পুলিসের হাতে।   জানিয়েছেন বিচারক। অন্যদিকে গাড়ির টায়ার ফাটার ফলেই দুর্ঘটনা  নাকি  দুর্ঘটনার জেরেই ফেটে যায় টায়ার তাও খতিয়ে দেখা বলে জাজান বিচারপতি। দুহাজার দু সালে বান্দ্রায় আমেরিকান বেকারির সামনে পাঁচ ফুটপাথবাসীকে ধাক্কা মারে সলমনের গাড়ি। মৃত্যু হয় একজনের। এই মামলায় চলতি বছর মে মাসে সলমানকে  পাঁচ বছরের কারাদণ্ড দেয় সেশনস কোর্ট।

.