আসনরফা নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় সেনা

বরফ কিছুটা গলল। নিজেদের আগের অবস্থান থেকে সরে এসে শিবসেনা জানিয়েছে, আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসনরফা নিয়ে তারা আলোচনা চালিয়ে যাবে। শুক্রবার দফায় দফায় রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হয় শিবসেনার। তবে সেই বৈঠকে ছিলেন না শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে। পরিবর্তে, যুব সেনা প্রধান আদিত্য ঠাকরের নেতৃত্বে বৈঠক করে শিবসেনা।

Updated By: Sep 20, 2014, 01:44 PM IST
আসনরফা নিয়ে বিজেপির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় সেনা

নয়াদিল্লি: বরফ কিছুটা গলল। নিজেদের আগের অবস্থান থেকে সরে এসে শিবসেনা জানিয়েছে, আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসনরফা নিয়ে তারা আলোচনা চালিয়ে যাবে। শুক্রবার দফায় দফায় রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হয় শিবসেনার। তবে সেই বৈঠকে ছিলেন না শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে। পরিবর্তে, যুব সেনা প্রধান আদিত্য ঠাকরের নেতৃত্বে বৈঠক করে শিবসেনা।

দশ রাজ্যের বিধানসভা ভোটে বড়সড় ধাক্কা খায় বিজেপি। তারপরই মনে করা হয়েছিল আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গ ত্যাগ করে পৃথক লড়বে শিবসেনা। এতে সায়  ছিল বেশ কয়েকজন শিবসেনা নেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়ে দিয়েছিলেন, একলা লড়ার জন্য তারাও প্রস্তুত। দুই শরিকের মত বিরোধ ঘিরে বিগত কয়েকদিন ধরে সরগরম ছিল মহারাষ্ট্রের রাজনিতী। এঅবস্থায় শুক্রবার রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসে শিবসেনা। বৈঠক থেকে সরিয়ে রেখেছিলেন শিবসেনা প্রধান উদ্ধভ ঠাকরে। পরিবর্তে বৈঠকের নেতৃত্ব দেন উদ্ধভ পুত্র তথা যুব সেনা নেতা আদিত্য ঠাকরে। বৈঠকে ঠিক হয় বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ ভাবে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে আরও আলোচনা দরকার। বৈঠক শেষে রাজ্য বিজেপি নেতারা বলেন, আসন সমঝোতা নিয়ে তাঁরা তাঁদের মতামত জানিয়েছে। এখন বল শিবসেনার কোর্টে।

বিজেপি-শিবসেনা জোট অক্ষুন্ন রাখতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেততত্বও। দলের শীর্ষ নেতাদের বক্তব্য, শিবসেনা এনডিএর খুব পুরনো শরিক। তাই এত সহজে জোট ভাঙবে না। পনেরোই অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের অনুমান,ভোটে জোট ভেঙে পৃথক লড়লে রাজ্যে রাজনৈতিক পালা বদলের যে স্বপ্ন দেখছে শিবসেনা, সেটা সম্ভব নাও হতে পারে। ফলে পৃথ্বিরাজ চৌহ্বানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে শেষপর্যন্ত বিজেপির হাত ধরেই নির্বাচনী বৈতরনী পেরোতে চায় শিবসেনা। তবে তার মধ্যেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে নিজেদের আসন সংখ্যা বাড়াতে চেষ্টা চালাচ্ছে উদ্ধভ ঠাকরের দল।

 

.