তহেলকার সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে মহিলা সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ
একসময় তাঁর স্টিং অপারেশন নাড়িয়ে দিয়েছিল বিজেপিকে। তহেলকা কাণ্ডে যাবজ্জীবন জেল হয়েছে বঙ্গারু লক্ষ্মণের। সেই তহেলকা কাণ্ডের নায়ক তরুণ তেজপালই এবার তোপের মুখে। তাঁর বিরুদ্ধে এক মহিলা সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ ওঠায় সবথেকে বেশি খুশি হয়েছে বিজেপি। তরুণ তেজপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি জানিয়েছে তারা। তরুণ তেজপাল। তহেলকা কাণ্ডের নায়ক। এবার তহেলকা তাঁকে ঘিরেই। এক্কেবারে যৌন নিপীড়নের অভিযোগ। সহকর্মী এক মহিলাকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে তরুণ তেজপালের বিরুদ্ধে। অভিযোগ, গোয়ায় তহেলকার একটি অনুষ্ঠান চলাকালীন লিফটের মধ্যে টেনে নিয়ে গিয়ে ওই মহিলার শ্লীলতাহানি করেছেন তরুণ তেজপাল। দিন দশেক আগের এই ঘটনা সামনে আসতেই তেজপালকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি।
একসময় তাঁর স্টিং অপারেশন নাড়িয়ে দিয়েছিল বিজেপিকে। তহেলকা কাণ্ডে যাবজ্জীবন জেল হয়েছে বঙ্গারু লক্ষ্মণের। সেই তহেলকা কাণ্ডের নায়ক তরুণ তেজপালই এবার তোপের মুখে। তাঁর বিরুদ্ধে এক মহিলা সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ ওঠায় সবথেকে বেশি খুশি হয়েছে বিজেপি। তরুণ তেজপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি জানিয়েছে তারা। তরুণ তেজপাল। তহেলকা কাণ্ডের নায়ক। এবার তহেলকা তাঁকে ঘিরেই। এক্কেবারে যৌন নিপীড়নের অভিযোগ। সহকর্মী এক মহিলাকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে তরুণ তেজপালের বিরুদ্ধে। অভিযোগ, গোয়ায় তহেলকার একটি অনুষ্ঠান চলাকালীন লিফটের মধ্যে টেনে নিয়ে গিয়ে ওই মহিলার শ্লীলতাহানি করেছেন তরুণ তেজপাল। দিন দশেক আগের এই ঘটনা সামনে আসতেই তেজপালকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি।
তরুণ তেজপালের স্টিং অপারেশনই একদিন নড়িয়ে দিয়েছিল বিজেপিকে। আর্মসগেট কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বঙ্গারু লক্ষ্মণের। তাই, তেজপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠায় স্বভাবতই খুশি বিজেপি। তরুণ তেজপালের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে গোয়ার বিজেপি সরকার। তহেলকা সম্পাদককে ডেকে পাঠানোর ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছে গোয়া পুলিস। যে হোটেলের ঘটনা সেখান থেকে চেয়ে পাঠানো হয়েছে সিসিটিভি ফুটেজ। কিন্তু, যাকে ঘিরে বিতর্ক, ঘটনা সামনে আসার পরই সেই তরুণ তেজপাল চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। চিঠিতে দুঃখপ্রকাশ করে ছমাসের ছুটিতে চলে গিয়েছেন তেজপাল। এতেই বেজায় চটেছে বিজেপি। তরুণ তেজপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ইতিমধ্যেই চাপ দিতে শুরু করেছে তারা। জাতীয় মহিলা কমিশনও সাফ জানিয়ে দিয়েছে শুধু দুঃখপ্রকাশ করেই পার পাবেন না তরুণ তেজপাল।
প্রায় একই কথা বলেছেন তহেলকা পত্রিকার ম্যানেজিং ডিরেক্টরও।
ইতিমধ্যেই নিজস্ব তদন্ত কমিটি তৈরি করেছে তহেলকা পত্রিকা। নির্যাতিতা মহিলা অবশ্য বলছেন, তাঁর কথা তেমন গুরুত্ব দিয়ে শোনেইনি ওই কমিটি। নজরদারি বিতর্কে কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি। সেটা কাটাতেই কি তহেলকা নিয়ে নতুন করে ঝড় তুলতে চাইছে বিজেপি?