রাজনীতির ইন্দ্রপতন, দিল্লির এইমসে মৃত্যু সুষমা স্বরাজের
চলে গেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী।
![রাজনীতির ইন্দ্রপতন, দিল্লির এইমসে মৃত্যু সুষমা স্বরাজের রাজনীতির ইন্দ্রপতন, দিল্লির এইমসে মৃত্যু সুষমা স্বরাজের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/06/203444-sushma.jpg)
নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন সুষমা স্বরাজ। দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬৭ বছর। রাত ৯টা নাগাদ ভর্তি করা হয় এইমসে।
Former External Affairs Minister & senior BJP leader, Sushma Swaraj, passes away. pic.twitter.com/4L59O73xQU
— ANI (@ANI) August 6, 2019
প্রথম মোদী সরকারে বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরে মানবিকতার ছোঁয়া এনেছিলেন বিজেপি নেত্রী। সাধারণ মানুষের আবেদনে ব্যক্তিগতভাবে সাড়া দিয়েছেন সুষমা। এমনকি পাকিস্তানের বাসিন্দাকেও চিকিত্সা ভিসা দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে।