সারদার পালটা সাহারা, ছাতা, শাল, হাঁড়ির পর তৃণমূলের লক্ষ্য লাল ডায়েরি

সারদার পাল্টা সাহারা। সংসদে সরব হল তৃণমূল। তাদের অভিযোগ, সাহারাশ্রী সুব্রত রায়ের বাড়িতে উদ্ধার লাল ডায়েরিতে নাম রয়েছে অমিত শাহ আর NM-নামের ব্যক্তির। এ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছে তারা। আলোচনার জন্য আগামিকাল সময় দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান।

Updated By: Dec 1, 2014, 09:24 PM IST
সারদার পালটা সাহারা, ছাতা, শাল, হাঁড়ির পর তৃণমূলের লক্ষ্য লাল ডায়েরি

নয়া দিল্লি: সারদার পাল্টা সাহারা। সংসদে সরব হল তৃণমূল। তাদের অভিযোগ, সাহারাশ্রী সুব্রত রায়ের বাড়িতে উদ্ধার লাল ডায়েরিতে নাম রয়েছে অমিত শাহ আর NM-নামের ব্যক্তির। এ নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছে তারা। আলোচনার জন্য আগামিকাল সময় দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান।

কালো ছাতা, কালো শাল, হাঁড়ির পর বিক্ষোভের হাতিয়ার লাল ডায়েরি। ইস্যু এবার সাহারা কেলেঙ্কারি। তৃণমূলের দাবি, সাহারাশ্রী সুব্রত রায়ের বাড়িতে একটি লাল ডায়েরি উদ্ধার করেছে CBI। তাতে রয়েছে অমিত শাহের নাম। আর রয়েছে NM-আদ্যক্ষরে আরেক ব্যক্তির নাম।  

নামগুলি প্রকাশ্যে আনার দাবিতে সংসদের দুইকক্ষে সরব হয় তৃণমূল।

যদিও এই ধরনের কোনও ডায়েরি অস্তিত্বের কথাই উড়িয়ে দিয়েছে কেন্দ্র।

ডায়েরি ইস্যুতে তৃণমূলের দাবি মেনে আলোচনার জন্য মঙ্গলবার সময় দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান।

 

.