মর্মান্তিক ঘটনা! ড্রামে ঢুকে খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৫ শিশুর
নিহত শিশুদের নাম সেবারাম, রবিনা, রাধা, পুনম এবং মালি। প্রত্যেকের বয়স ৪ থেকে ৮ বছরের মধ্যে।
নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের বিকান জেলায় চাষের ক্ষেতে খেলছিল ৫ শিশু। খেতের পাশে রাখাছিল পসল কেটে রাখার বড় ড্রাম। খেলতে খেলতে যার ভিতরে ঢুকে যায় ওঁরা। তারপর আচমকাই বন্ধ হয়ে যায় ড্রামের মুখটি। আটকে যায় তারা। বেরোনোর হাজার চেষ্টা করলেও সম্ভব হয়নি। সন্ধে নামতেই যখন বাবা মায়েরা খুঁজতে বের হয় তখন প্রায় অর্ধেক মৃত অবস্থায় ড্রাম থেকে উদ্ধার করা হয় তাদের দেহ।
স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ,সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের শ্বাসরোধ প্রাণ হারিয়েছে ৫ শিশু।
নিহত শিশুদের নাম সেবারাম, রবিনা, রাধা, পুনম এবং মালি। প্রত্যেকের বয়স ৪ থেকে ৮ বছরের মধ্যে। এই মর্মান্তিক ঘটনার আগেরদিন মাটিচাপা পড়ে মারা যায় ৩ শিশু। নিহতদের নাম সানা , প্রিন্স এবং সুরেশ। সন্ধ্যার সময় জেলার একটি মাঠে খেলছিল ওরা। সে সময় হঠাৎই মাটি চাপা পড়ে যায় তারা। সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। দুটি ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।