নীরব মোদীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
নীরব-মেহুলের বিরুদ্ধে মামলা দায়ের করার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন তাঁরা। তদন্তকারীদের সামনে তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
নিজস্ব প্রতিবেদন : দিল্লির এক বিশেষ আদালত শনিবার নীরব মোদীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল। তদন্তকারী সংস্থা ইডি-র আবেদনের ভিত্তিতেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতি মামলায় ১১ হাজার ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে হিরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে।
আরও পড়ুন- ভিন্ন সম্প্রদায়ের ছেলের সঙ্গে প্রেম, মেয়ের গলায় বিষ ঢেলে খুন বাবা-মায়ের
নীরব-মেহুলের বিরুদ্ধে মামলা দায়ের করার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন তাঁরা। তদন্তকারীদের সামনে তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন- আর্থিক প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বিলে অনুমোদন মন্ত্রিসভার
প্রসঙ্গত, ১১ হাজার ৪০০ কোটি টাকার এই দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ১১টি রাজ্যের ৩৫টি জায়গায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে ৫৪৯ কোটি টাকার হিরে ও সোনা। নীরব মোদীর ৫,৬৪৯ কোটি টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। নীরব মোদীর ২১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি সম্পত্তি। সেই সঙ্গে ৪ সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে তাঁর পাসপোর্টও। এই দুর্নীতিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১১জনকে গ্রেফতার করা হয়েছে।