Video: বুদ্ধি খাটিয়ে অপহৃত নাবালিকাকে ৩০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করল পুলিস
নিজস্ব বুদ্ধি খাঁটিয়ে কমল কান্ত কুয়ো থেকে বের করে আনেন নাবালিকাকে।
নিজস্ব প্রতিবেদন: নারী দিবসে তাঁকে ধন্যবাদ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া। তাঁর বুদ্ধির প্রশংসা করছে সকলে। কারণ নিজের বুদ্ধির জোরে অপহৃত নাবালিকাকে উদ্ধার করেছেন তিনি। ইনি উত্তর প্রদেশের সামান্য একজন কনস্টেবল। নাম কমল কান্ত। উত্তর প্রদেশ পুলিস গোটা ঘটনার ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কুর্নিশ জানাচ্ছে একাংশ।
এক নাবালিকাকে অবহরণ করে ৩০ ফুট গভীর কুয়োর মধ্যে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। যখন ওই নাবালিকার খোঁজ করা শুরু করে পুলিসের দল। খোঁজ করার সময় নিখোঁজ তদন্তে যা যা তথ্য এসেছিল হাতে। তার ভিত্তিতে নিজস্ব বুদ্ধি খাঁটিয়ে কমল কান্ত কুয়ো থেকে বের করে আনেন নাবালিকাকে।
Our unfathomable commitment to service gives us the courage to take grave risks in the call of our duty !
Constable Kamal kant of @kanpurnagarpol has amply demonstrated it in a heroic rescue operation of a little girl.#UPPCares #UPPolice#WellDoneCops #GoodJobCop pic.twitter.com/PXW0BjzMgm
— UP POLICE (@Uppolice) March 6, 2021
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করার সঙ্গে উত্তর প্রদেশ পুলিস জানিয়েছে, সিনেমার হিরোর মতো নাবালিকাকে উদ্ধার করেছেন কনস্টেবল কমল কান্ত।
ভিডিওটি শেয়ার করার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমল কান্তকে স্যালুট জানিয়েছেন। পাশাপাশি জমা হয়েছে ভুরি ভুরি লাইক ও কমেন্ট।