পালিয়ে যাওয়া স্ত্রীর ওপর বদলা নিতে ওয়াইফ সোয়াপিং-এর নিদান দিল উত্তরপ্রদেশ পঞ্চায়েত

আরও একবার মধ্যযুগীয় নিদান দিল উত্তরপ্রদেশ পঞ্চায়েত। কিছুদিন আগে গ্রামর এক বিবাহিত মহিলা অন্য পুরুষের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যান। তারপরই গ্রামে অবাধে ওয়াইফ সোয়াপিংয়ের নির্দেশ দিল পঞ্চায়েত।

Updated By: Aug 29, 2014, 10:26 AM IST
পালিয়ে যাওয়া স্ত্রীর ওপর বদলা নিতে ওয়াইফ সোয়াপিং-এর নিদান দিল উত্তরপ্রদেশ পঞ্চায়েত

ওয়েব ডেস্ক: আরও একবার মধ্যযুগীয় নিদান দিল উত্তরপ্রদেশ পঞ্চায়েত। কিছুদিন আগে গ্রামর এক বিবাহিত মহিলা অন্য পুরুষের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যান। তারপরই গ্রামে অবাধে ওয়াইফ সোয়াপিংয়ের নির্দেশ দিল পঞ্চায়েত।

যেই মহিলা পালিয়া যান তাঁর স্বামী পুলিসের কাছে অভিযোগ জানান। স্ত্রীকে খুঁজে বের করতে কোনও উত্‍সাহই দেখায়নি পুলিস। এরপরই পঞ্চায়েতের দ্বারস্থ হন তিনি। সেখানেই তাঁকে ওয়াইফ সোয়াপিংয়ের নিদান দেওয়া হয়। অর্থাত্‍ অভিযোগকারীর স্ত্রী যেই পুরুষের সঙ্গে ঘর ছেড়েছেন, তাঁর স্ত্রীর সঙ্গেই অভিযোগকারীকে ঘর বাঁধার পরামর্শ দেয় পঞ্চায়েত। সেইসঙ্গেই ওই মহিলাকে ১০,০০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগকারী জানান, "গত ৩ অগাস্ট আমার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে যায়। পঞ্চায়েত আমাকে ওই পুরুষের স্ত্রীর সঙ্গে ঘর বাঁধার নির্দেশ দিয়েছে।"

 

.