কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে কেন্দ্রের 'SHe-box' দাওয়াই
![কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে কেন্দ্রের 'SHe-box' দাওয়াই কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে কেন্দ্রের 'SHe-box' দাওয়াই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/24/89619-she-box.jpg)
ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মীদের কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ দায়েরের জন্য 'SHe-box' (sexual harassment e-box) নামক অনলাইন পোর্টাল চালু করা হল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মেনকা গান্ধী আজ জানিয়েছেন যে, অতি শীঘ্রই বেসরকারি সংস্থায় কর্মরত মহিলারাও যাতে এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন, করা হবে সেই ব্যবস্থাও। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক থেকে একাধিক যৌন হেনস্থার অভিযোগ জমা হওয়ার দরুণ সরকারের এমন পদক্ষেপ বলে জানা গেছে।
প্রসঙ্গত, বর্তমানে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ নথিভূক্তিকরণ ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে 'বিশাখা গাইডলাইন' মেনে চলা হয়। ১৯৯৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তৈরি হয় এই গাইডলাইন। পরবর্তীকালে ২০১৩ সালে 'দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস' আইনও যুক্ত হয়। (আরও পড়ুন- ছ্যাঁকা দিয়ে যৌন হেনস্থা রুখতে বাজারে চিনা যন্ত্র)