Radha Gobinda Kar: আর জি কর মেডিক্যাল কলেজ তো সকলেই চেনেন, এর পিছনের মানুষটিকে জানেন?
নিজে ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। তাঁর বাবাও ডাক্তার। দুর্গাদাস কর। ভাই রাধামাধব করও ছিলেন বিখ্যাত চিকিৎসক, পাশাপাশি সফল নাট্যব্যক্তিত্বও। তিনি রাধাগোবিন্দ কর। ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা ব্যবস্থাকে সুলভ করতে তৈরি করেছিলেন এশিয়ার প্রথম বেসরকারি মেডিক্যাল স্কুল।
সৌমিত্র সেন: নিজে ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। তাঁর বাবাও ডাক্তার। দুর্গাদাস কর। ভাই রাধামাধব করও ছিলেন এক বিখ্যাত চিকিৎসক, পাশাপাশি সফল নাট্যব্যক্তিত্বও। তিনি রাধাগোবিন্দ কর। ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা ব্যবস্থাকে সুলভ করতে তৈরি করেছিলেন এশিয়ার প্রথম বেসরকারি মেডিক্যাল স্কুল।
হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন রাধাগোবিন্দ। ১৮৮৩ সালে উচ্চশিক্ষার্থে ইংল্যান্ড যান । ১৮৮৭ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন।