রাজস্থানে মওকা বুঝে 'অন্যান্য'দের নিয়ে সরকার গঠনে তদ্বির বিজেপির
Dec 11, 2018, 15:01 PM IST
1/5
রাজস্থানে মরণ-বাঁচন লড়াই চলছে। কংগ্রেস এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই তাদের। আর সে জন্য ইতিমধ্যেই নির্দলদের কাছে সমর্থন চেয়েছেন সচিন পাইলট।
2/5
সূত্রের খবর, রাজস্থানে বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের অঙ্ক কষতে শুরু করেচে বিজেপি। আর সেই অঙ্কে তাদের ভরসা বিক্ষুব্ধরা। এরইসঙ্গে কংগ্রেসের বিক্ষুব্ধদের দলে টানার চেষ্টা করছে গেরুয়া শিবির। মরুরাজ্যে অশোক গেহলত ও সচিন পাইলটের মধ্যে ঠাণ্ডা লড়াই রয়েছে। সেটাই কাজে লাগাছে চাইছে বিজেপি।
photos
TRENDING NOW
3/5
ভোটের আগে রাজস্থানের মুখ্যমন্ত্রীর বিরোধিতা করে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েন বিজেপি নেতারা। এরইসঙ্গে রয়েছে প্রাক্তন বিজেপি নেতা হনুমান বেনিওয়ালের দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। বলে রাখি, বেনিওয়ালের আপত্তিও বসুন্ধরাকে নিয়েই।
4/5
ইতিমধ্যেই অন্যান্যরা পেয়েছে ২১টি আসন। বসপার হাতে রয়েছে ৫টি। মায়াবতীর পক্ষে বিজেপির সঙ্গ দেওয়া সম্ভব নয়। কিন্তু তাঁর দলের বিধায়করা মায়ার কথা শুনবেন, এমন গ্যারান্টি রাজনীতিতে কেউ দিতে পারে না।
5/5
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থানে বিজেপি এগিয়ে ৭২টি আসনে। ৯৯ আসনে এগিয়ে কংগ্রেস।