আজ চন্দ্রগ্রহণ, প্রভাব ফেলবে পাঁচ রাশির উপর

Nov 30, 2020, 10:30 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সোমবার বছরের চতুর্থ চন্দ্রগহণ। তবে এটি আংশিক চন্দ্রগ্রহণ।  একে উপচ্ছায়া চন্দ্রগ্রণও বলে। গ্রহণ শুরু হবে দুপুর ১.০৪এ, গ্রহণের পুরো মূহূর্ত দুপুর ৩ টে বেজে ১৩ মিনিটে, শেষ বিকেল ৫টা ২২-এ।  

2/5

চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।

3/5

 ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কিন্তু টেলিস্কোপের মাধ্যমে কলকাতা, লখনউ, বারাণসী, ভুবনেশ্বর থেকেও দেখা যেতে পারে চন্দ্র গ্রহণ। 

4/5

তবে জ্যোতিরবিজ্ঞানীদের মতে এই চন্দ্রগ্রহণ অনেক রাশির উপর প্রভাব ফেলবে। 

5/5

মূলত, মেষ, মীন, কন্যা, বৃষ এবং কুম্ভ রাশির উপর প্রভাব ফেলবে এই গ্রহণ।