Cyclone Dana: ধেয়ে আসছে 'ডানা', প্রশাসনের তরফে শুরু মাইকিং, জারি আগাম সতর্কতা

Oct 22, 2024, 14:31 PM IST
1/7

ধেয়ে আসছে 'ডানা'

নকীব উদ্দিন গাজী: ইতোমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার রাত ৯ থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে ওড়িশা ও বাংলার মাঝে ল্যান্ডফল হতে চলেছে সাইক্লোন 'ডানা'র।   

2/7

ধেয়ে আসছে 'ডানা'

সুন্দরবন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলেই খবর আবহাওয়া দফতরের।   

3/7

ধেয়ে আসছে 'ডানা'

ঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিমি। সুন্দরবনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই উপকূল অঞ্চলে মাইকিং শুরু করেছে প্রশাসন।   

4/7

ধেয়ে আসছে 'ডানা'

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী ডানা আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। বিশেষ করে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবী  থেকে সাধারণ মানুষদের নিরাপত্তার জন্য তৈরি গঙ্গাসাগর প্রশাসন।    

5/7

ধেয়ে আসছে 'ডানা'

কাকদ্বীপ মহাকুমা অফিসে বিভিন্ন ব্লকের আধিকারিক ও জনপ্রতিদের নিয়ে একটি জরুরী বৈঠক ডেকেছেন মহকুমা শাসক, উপস্থিত ছিলেন মহাকুমার শাসক ভিডিও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কাকদ্বীপ বিধানসভার বিধায়ক সহ একাধিক দপ্তরের আধিকারিকরা ।   

6/7

ধেয়ে আসছে 'ডানা'

মাটির বাড়ি থেকে মানুষদেরকে সরিয়ে নিয়ে ফ্লাট সেন্টারে রাখা, বড় গাছের তলায় কোন পরিবারকে না-থাকার নির্দেশ, পর্যটকদের দ্রুত ঘরে যাওয়ার  নির্দেশ, ছাড়াও আপদকালীন ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদেরকে থাকার ব্যবস্থা রাখছেন।   

7/7

ধেয়ে আসছে 'ডানা'

সুন্দরবন উপকূলবর্তী এলাকার একাধিক এভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে আর সেই বিপর্যয়ের অভিজ্ঞতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তৈরি আছে বলে জানিয়েছেন মহকুমা শাসক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।