কলকাতার প্রথম সেফ হাউস সেন্টার তৈরি হল আনন্দপুরে

Jul 13, 2020, 18:12 PM IST
1/5

সুকান্ত মুখোপাধ্যায়: কলকাতার প্রথম সেফ হাউস সেন্টার তৈরি হল আনন্দপুরে। ৪০০ বেড থাকছে এই বহুতলে। 

2/5

অল্প কিছুদিন আগেই তৈরি হওয়া বিজনেস পার্কে কোনও অফিস কাজ শুরু করেনি।  সেই সুযোগেই এই বাড়িটিকে সেফ হাউস হিসেবে ব্যবহার করছে পুরসভা।

3/5

পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ছাড়াও অতীন ঘোষ, শান্তনু সেনরা সেফ হাউস পরিদর্শন করেন।    

4/5

উপসর্গহীন করোনা আক্রান্ত, তাদের পরিজনদের এখানে রাখা হবে। তবে যাদের বাড়িতে কোয়ারেন্টিনের ব্যবস্থা নেই বা বস্তিবাসীরা এখানে থাকার সুযোগ পাবেন।   

5/5

জানা গিয়েছে, এরপর বালটিকুরিতেও সেফ হাউজ তৈরি হচ্ছে।