১ এপ্রিল থেকে আয়কর, বিমা সহ বহু ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম, জেনে নিন

Mar 30, 2019, 15:17 PM IST
1/5

S 5

S 5

১ এপ্রিল থেকে আয়কর, ব্যাঙ্ক ঋণ, বিমা সহ একধিক ক্ষেত্রে চালু হচ্ছে নতুন কিছু নিয়ম। জেনে নিন কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু রদবদল হচ্ছে। যেমন প্রতিটি রাজ্যে চালু করা হচ্ছে প্রি পেইড মিটার। ফলে বিদ্যুত বিলের টাকা মিটিয়ে দিতে হবে মাসের প্রথমেই।

2/5

S 4

S 4

১ এপ্রিল থেকে ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের সুদ কমতে পারে। কারণ মতুন আর্থিক বছর থেকে রেপো রেটের ওপরে ভিত্তি করেই ঋণ দেবে ব্যাঙ্কগুলি।

3/5

S 3

S 3

১ এপ্রিল থেকে পিএফ-এ চালু হচ্ছে নতুন নিয়ম। এতে চাকরি বদল করলেও পিএফ নিয়ে কোনও ভাবনা নেই। আপনার ইউএএন নম্বরের সাহায্যেই পিএফ ট্রান্সফার হয়ে যাবে।

4/5

S 2

S 2

ঘরবাড়ি কেনাবেচার ক্ষেত্রে জিএসটির হার কমছে। কমদামের বাড়ির ক্ষেত্রে ৮ শতাংশের পরিবর্তে ১ শতাংশ ও বেশি দামের ক্ষেত্রে ১২ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ জিএসটি দিতে হবে।

5/5

s 1

s 1

বছরে ৫ লাখ টাকা প্রর্যন্ত আয়ে আয়কর লাগবে না।