বিহারের রাজগীর এমনিতেই পর্যটকদের বেশ পছন্দের জায়গা। বিদেশি পর্যটকরাও ভিড় জমান রাজগীরে। আর এবার তো রাজগীরে নতুন আকর্ষণ। গ্লাস ব্রিজ। একেবারে চিনের মতো।
2/5
ইতিহাসের টুকরো টুকরো স্মৃতি ছড়িয়ে রয়েছে রাজগীরে। এবার সেইসঙ্গে অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়ার সুযোগও থাকছে। আর তাই শীতের শুরুতেই রাজগীরে ভিড় জমাচ্ছন পর্যটকরা।
photos
TRENDING NOW
3/5
নেচার অ্যাডভেঞ্চার কেমন, তা অনুভব করতে হলে আপনাকেও একবার যেতে হবে রাজগীর। গ্লাস স্কাইওয়াক ব্রিজ-এর উপর হেঁটে আলাদা রকমের রোমাঞ্চ অনুভব করতে পারবেন।
4/5
চিনের ঝিয়ানঝাউ প্রদেশে গ্লাস ব্রিজ মাটি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। ৪৩০ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া। বিহারের ব্রিজ ততটা উঁচু না হলেও রোমাঞ্চ অনুভব করতে কোনও অসুবিধা হবে না। এই ব্রিজ-এর আশেপাশে সাফারি পার্ক, আয়ুর্বেদ পার্ক গড়ে তোলার কাজও শুরু হয়েছে।
5/5
গ্লাস ব্রিজ-র সামনে থেকে রোপওয়ে চালু হবে। ফলে সরাসর বিশ্ব শান্তি স্তুপে পৌঁছতে পারবেন পর্যটকরা।