Horoscope Today: মিথুনের সতর্কতা, কর্কটের রোমান্স, কুম্ভের সাফল্য! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন...

Horoscope Today: কেমন কাটবে আজকের দিন? ঘুম চোখ খুলেই সবচেয়ে আগে মানুষ সম্ভবত এই প্রশ্নের উত্তরটাই পেতে চান।

| Jan 05, 2025, 10:56 AM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেমন কাটবে আজকের দিন? ঘুম চোখ খুলেই সবচেয়ে আগে মানুষ সম্ভবত এই প্রশ্নের উত্তরটাই পেতে চান। জেনে নিন, দৈনিক রাশিফলের নিরিখে কী আছে আজ আপনার কপালে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

1/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

স্ট্র্যাটেজিক প্ল্যানিং খুব দরকার আজ। নিজের মনের কথায় সাড়া দিন। 

2/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

নিজের কাজ ও কথার উপর একটু নজর রাখুন। যা করবেন, একটু মজা করে করুন।  

3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

তাড়াতাড়ি সবকিছু জানতে-বুঝতে যাবেন না। যে কোনও বিষয়ে একটু বিজ্ঞ মানুষের পরামর্শ নিন।

4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

প্রেম ও রোমান্সের একেবারে আদর্শ দিন। আপনার পরিশ্রম আপনাকে প্রতিষ্ঠা এনে দেবে।     

5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

ছুটির দিনেরও একটা সুন্দর পরিকল্পনা করুন! শরীরকে খুব বেশি খাটাবেন না যেন। 

6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

আপনাকে আজ আপনার কোনও বন্ধুর প্রয়োজন হতে পারে। তবে এটাকে কোনও প্রেমের সংকেত বলে ভুল করবেন না।

7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

কাজে ডুবে থাকবেন ঠিকই, তবে এজন্য মেজাজ হারাবেন না যেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঠিক সময়ে ঠিক কথাটি বলতে দ্বিধা করবেন না।

8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

নতুন কিছু শিখবেন আজ। আউট অফ দ্য বক্স ভাবুন। এর জেরে আপনি এগিয়ে যাবেন।    

9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

কার সঙ্গে নিজের প্ল্যান-ট্যানগুলো আলোচনা করছেন, সেটা একটু খেয়াল করে চলুন। সকলেই কিন্তু আপনার পরম বন্ধু নন!

10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসুন আর সামনের দিকে তাকান।

11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

যদি সমস্ত বিষয় ঠিকঠাক ভাবে হ্যান্ডল করেন, তবে সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা।     

12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

আপনার জাজমেন্ট ঠিক না-ও হতে পারে, ফলে এজন্য আপনাকে অন্য কারও উপর নির্ভর করতে হতে পারে।         (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)