নিজস্ব প্রতিবেদন: ক্যারিবিয়ান উপকূল তছনছ করে মার্কিন মুলুক পৌঁছে গিয়েছে বিধ্বংসী হ্যারিকেন "লরা।" যার ফলে বিধ্বংসী ঝড় এবং আকস্মিক ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে আমেরিকা।
2/5
জাতীয় হ্যারিকেন কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে শক্তি বৃদ্ধি করে ক্যাটাগরি-৪ ঝড় হিসেবে বুধবার টেক্সাস ও লুসিয়ানা উপকূলে পৌঁছে গিয়েছে "লরা।"
photos
TRENDING NOW
3/5
জাতীয় হ্যারিকেন কেন্দ্র ইতিমধ্যেই আমেরিকাবাসীদের সুরক্ষিত স্থানে পৌঁছনোর সতর্ক বার্তা জারি করেছে। প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
4/5
"লরা" এবং অন্য হ্যারিকেন "মার্কো" ক্যারিবিয়ান উপকূলে ২৪ জনের মৃত্যুর কারণ। "মার্কো" লুসিয়ানায় আছড়ে পড়ার পরে সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে।
5/5
তবে শক্তিক্ষয় হয়ে "মার্কো" এখন শুধুমাত্র ঝড়, হ্যারিকেন নয়। কিন্তু শক্তি বৃদ্ধি করে চোখ রাঙাচ্ছে "লরা।" মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প জানিয়েছেন এটা খুবই ভয়ঙ্কর। তাই স্থানীয় আধিকারিকদের পরামর্শ মতো চলতে।