Jalpaiguri: চা-বাগানে বসন্ত এসে গেছে! সবুজ গালিচার মাঝে উজ্জ্বল ময়ূর-ময়ূরী

বসন্ত এসে গেছে! চা-বাগানের সবুজ গালিচাকে সতেজ রাখতে চলছে অবিরাম জলবর্ষণ। এরই মধ্যে ভোরে এক বিরল দৃশ্য!

| Mar 14, 2022, 17:07 PM IST

বসন্ত এসে গেছে, সবুজ গালিচাকে সতেজ রাখতে চলছে অবিরাম কৃত্রিম জলবর্ষণ। নলের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। ধুলো সরে গিয়ে উজ্জ্বল হচ্ছে চা-গাছের পাতা। এরই মধ্যে এক বিরল দৃশ্য দেখা গেল! যে দৃশ্য বসন্তের আমেজকেই অনেকাংশেই বাড়িয়ে দিল। এ দৃশ্য রবিবারের, জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে।

1/6

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে, সবুজ গালিচাকে সতেজ রাখতে চলছে অবিরাম কৃত্রিম জলবর্ষণ। নলের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। ধুলো সরে গিয়ে উজ্জ্বল হচ্ছে চা-গাছের পাতা। এরই মধ্যে এক বিরল দৃশ্য দেখা গেল! যে দৃশ্য বসন্তের আমেজকেই অনেকাংশেই বাড়িয়ে দিল। এ দৃশ্য রবিবারের, জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে।

2/6

চা-বাগানে

ডেঙ্গুয়াঝাড় চা-বাগানে তখন সবে ভোরের আলো ফুটেছে। কিছুটা আলো উপচে গিয়ে পড়েছে সবুজ ঘাসের উপর। সবুজ চা-গাছের শ্রেণির উপর। যা অনেকটা গালিচার মতো দেখাচ্ছিল। 

3/6

আপন খেয়ালে

আর সেই গালিচার মধ্যেই দারুণ দৃশ্য! দেখা গেল-- চা-বাগানের সরু পথে আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে একটি ময়ূর। 

4/6

মনে রাখার মতো দৃশ্য

শুধু তাই নয়, মধুর ইশারাইঙ্গিতে এটি তার সঙ্গিনীকে ডাকছেও। এলোমেলো তার হাঁটাচলা, রয়েছে গলা উঁচিয়ে। খুঁজছিল সঙ্গিনীকে। সব মিলিয়ে মনে রাখার মতো দৃশ্য, তুলে রাখার মতো মুহূর্ত।

5/6

খুশির উড়ান

তাকে নিরাশ করেনি তার সঙ্গিনীও। সে-ও চা-গাছের নীচ থেকে চুপিসাড়ে বেরিয়ে এসেছিল।   

6/6

সবুজ বনঝোপ থেকে সবুজ গালিচায়

তারপর? সঙ্গীর ডাকে সাড়া দিয়ে সবুজ বনঝোপ থেকে বেরিয়ে এসে সবুজ গালিচার উপর দেখা তাদের। আর বান্ধবীর দেখা পেয়ে রীতিমতো পেখম তুলে আমোদও করল পুরুষ বনময়ূর। আনন্দের অঙ্গভঙ্গিতে সে যেন তার সঙ্গিনীকে বুঝিয়ে দিচ্ছিল-- তুমি এসেছ, বসন্তও এসে গেছে!