পথের দাবি : কলকাতার রাস্তায় প্রথমবার মহিলা ট্রাফিক সার্জেন্ট

May 23, 2018, 13:36 PM IST
1/7

তিন শতক অতিক্রম করা মহানগরের রাজপথে এবার দেখা মিলবে মহিলা ট্রাফিক সার্জেন্টের। কলকাতা শহরের বেপরোয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন রক্ষার দায়িত্বে থাকবেন ২৪ জন নারী। 

2/7

পুলিস কমিশনার রাজীব কুমার ইতিমধ্যেই এই বাহিনীর যাবতীয় ট্রেনিং পর্যবেক্ষণ করেছেন এবং প্রশিক্ষণে উত্তীর্ণ মহিলা কনস্টেবলদের সঙ্গে কথাও বলেছেন।

3/7

কলকাতা পুলিস সূত্রের খবর অনুযায়ী, বুলেটের বদলে আপাতত স্কুটিতে সওয়ার হয়েই দায়িত্ব নির্বাহ করবেন এই মহিলা ট্রাফিক পুলিসরা।  

4/7

কল্লোলিনী কলকাতায় মহিলা গাড়ি চালকদের সংখ্যা বাড়তেই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিসের সদর দফতর।

5/7

লালবাজার সূত্রের খবর, মহিলা কনস্টেবলদেরও এবার থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে দেখা যাবে।  

6/7

প্রাথমিক স্তরে শহরের ব্যস্ততম রাস্তায় ট্রাফিক সার্জেন্টদের সহকারির ভূমিকা পালন করবেন এই মহিলা কনস্টেবলরা। 

7/7

উল্লেখ্য চলতি নিয়ম অনুযায়ী, মহিলা পুলিস আধিকারিকের অবর্তমানে কোনও পুরুষ ট্রাফিক সার্জেন্ট কোনও মহিলা চালককে জিজ্ঞাসাবাদ করতে পারেন না। এমনকী কোনও মহিলা চালকের গাড়ি থামানোর অধিকারও নেই কোনও ট্রাফিক সার্জেন্টের।