অটো চালকের দিনে রোজগার ৩০০ টাকা, ব্যাঙ্কে রয়েছে ৩০০ কোটি

Oct 29, 2018, 20:19 PM IST
1/8

কোটিপতি অটোচালক

Pakistan_1

 সারা দিন খেটে ৩০০ টাকা রোজগার হয় না। কিন্তু ব্যাঙ্কে রয়েছে ৩০০ কোটি টাকা। অটো চালকের এই ব্যাঙ্ক ব্যালেন্স এখন পাকিস্তানের আমজনতার চর্চার বিষয় দাঁড়িয়েছে।

2/8

কোটিপতি অটোচালক

Pakistan_2

ভাবছেন, লটারি লেগেছে। তা হয়ত লাগেনি। কিন্তু এটা লটারির থেকেই বা কম কী?

3/8

কোটিপতি অটোচালক

Pakistan_3

এক দিন পাক গোয়েন্দা সংস্থা ফেডেরেল ইনভেস্টিগেশন এজেন্সি থেকে একটি ফোন পান মহম্মদ রশিদ নামে ওই অটো চালক। তাঁকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা রয়েছে।

4/8

কোটিপতি অটোচালক

Pakistan_4

প্রথমে কেউ মসকরা করছে বলে উড়িয়ে দিলেও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে তো হাঁ। এ যে সত্যি সত্যি ভূতের রাজার বর!

5/8

কোটিপতি অটোচালক

Pakistan_5

কতকটা তাই। এমনই ‘ভুতুড়ে টাকা’ পাকিস্তানের আম জনতা বলা নেই কওয়া নেই ঢুকে যাচ্ছে। আর রীতিমতো হয়রানি হচ্ছেন।

6/8

কোটিপতি অটোচালক

Pakistan_6

যেমনটা এর আগেও হয়েছিলেন শারওয়াত জেহরা। বেশ কিছু দিন আগে রশিদের মতো তাঁর অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি রয়েছে বলে পাক গোয়েন্দার তরফ থেকে জানানো হয়।

7/8

কোটিপতি অটোচালক

Pakistan_7

ইমরান সরকার জানিয়েছে, কালো টাকার উপর নজরদারি বাড়াতেই, যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে ওই টাকা। 

8/8

কোটিপতি অটোচালক

Pakistan_8

পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে কালো টাকার কারবারিদের। কালো টাকা রুখতে তদন্তে নেমেছে পুলিস এবং গোয়েন্দা।