Bangladesh Padma Multipurpose Bridge: 'স্বপ্নের সেতু' নিয়ে পদ্মার ঢেউয়ের মতোই আবেগে উত্তাল বাংলাদেশ
স্বপ্নের সেতু'কে চাক্ষুষ করতে অনেকেই ছুটে এসেছেন দূরদূরান্ত থেকে। আজ, রবিবার, বাংলাদেশে প্রথম কাজের দিন সকাল ৬টায় খুলে গেল পদ্মা সেতু। যার পোশাকি নাম 'পদ্মা মাল্টিপার্পাস ব্রিজ'।
মৈত্রেয়ী ভট্টাচার্য, ঢাকা: 'স্বপ্নের সেতু'কে চাক্ষুষ করতে অনেকেই ছুটে এসেছেন দূরদূরান্ত থেকে। আজ, রবিবার, বাংলাদেশে প্রথম কাজের দিন সকাল ৬টায় খুলে গেল পদ্মা সেতু। যার পোশাকি নাম 'পদ্মা মাল্টিপার্পাস ব্রিজ'। দক্ষিণপশ্চিমের জেলার অনেক বাসিন্দাই গত কয়েকদিন ঢাকা এবং আশেপাশের জেলায় কাজে এসে আটকে পড়েছিলেন পদ্মার ফেরি সার্ভিস বন্ধ থাকায়। অনেকে আবার ইচ্ছে করে থেকেও গিয়েছিলেন, পদ্মা ব্রিজ দিয়ে বাড়ি ফিরবেন বলে। ফলে, সাতসকালেই ঢাকা থেকে পদ্মা ব্রিজ পৌঁছনোর পথে গাড়ির ভিড়। গাড়ির দীর্ঘ লাইন সার দিয়ে দাঁড়িয়ে পদ্মা ব্রিজ পেরোনোর অপেক্ষায়। যাঁরা দূরদূরান্ত থেকে এসেছেন তাঁদের কারও কারও পরিজন থাকেন দক্ষিণ-পশ্চিমের জেলায়। পদ্মা সেতু তৈরি হওয়ায় তাঁরা এবার ঈদে সহজেই যাতায়াত করতে পারবেন বলে খুশির সুর তাঁদের গলায়।