আর দু-তিন ঘণ্টার মধ্যেই ছুটে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! কোথায় হবে ভয়ানক এই দুর্যোগ?
West Bengal Weather Forecast: আজ, মঙ্গলবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ছিল জলোচ্ছ্বাসের সতর্কতাও।
অয়ন ঘোষাল: আজ, মঙ্গলবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলাই রয়েছে, সমুদ্র উত্তাল থাকবে এবং সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। রয়েছে জলোচ্ছ্বাসের সতর্কতাও। বাংলার উপকূলে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
1/6
দু-তিন ঘণ্টার মধ্যে
![দু-তিন ঘণ্টার মধ্যে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/07/472851-sp-1.png)
2/6
উপকূলে বৃষ্টি
![উপকূলে বৃষ্টি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/07/472850-sp-2.png)
photos
TRENDING NOW
3/6
ঝোড়ো হাওয়া
![ঝোড়ো হাওয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/07/472849-sp-3.png)
4/6
সকালের পূর্বাভাসেও
![সকালের পূর্বাভাসেও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/07/472848-kal-2.png)
5/6
দফায় দফায় বৃষ্টি
![দফায় দফায় বৃষ্টি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/07/472847-kal-3.png)
বলা হয়েছিল, দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে থাকবে দমকা ঝড়। তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও ছিল-- পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও জানানো হয়েছিল। (তথ্য: অয়ন ঘোষাল)
6/6
বিক্ষিপ্ত বৃষ্টি
![বিক্ষিপ্ত বৃষ্টি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/07/472846-kal-5.png)
photos