Smriti Mandhana: স্মৃতির ক্রিকেট-পাতায় সোনার হরফে লেখা হল আরেক ঐতিহাসিক নজির!

Women'S ODIs: দুরন্ত ফর্মে স্মৃতি মন্ধানা। ৭০ বলেই তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৮০ বলে ১৩৫ রান করেন।

Jan 15, 2025, 21:53 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরমনপ্রীত কৌরের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন স্মৃতি মন্ধানা। ১৫ জানুয়ারি বুধবার রাজকোটে তৃতীয় ওডিআই ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া।

2/6

ম্যাচের শুরুতেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল স্মৃতিকে। ৭০ বলেই তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৮০ বলে ১৩৫ রান করেন। সাতটি ছক্কা এবং বারোটি চার মারেন স্মৃতি।

3/6

স্মৃতি মন্ধানার ৭০ বলের সেঞ্চুরিটি মহিলাদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যৌথ সপ্তম-দ্রুততম সেঞ্চুরি ছিল। স্মৃতির পাশাপাশি মেগ ল্যানিং ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন, যা দ্রুততম মহিলাদের ওডিআই সেঞ্চুরির রেকর্ড ব্রেকিং।

4/6

এর আগে দ্বিতীয় ওডিআই ম্যাচে স্মৃতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে ৭৩ রান করেছিলেন।

5/6

প্রথম ওডিআই ম্যাচে ৪১ রানে আউট হয়ে গিয়েছিলেন।

6/6

স্মৃতি মন্ধানা ওডিআই ম্য়াচে এই নিয়ে তাঁর দশম সেঞ্চুরি পূরণ করলেন। শুধু তাই নয়, তিনি মহিলা ক্রিকেটে মাত্র চতুর্থ খেলোয়াড় যিনি ফরম্যাটে ১০ বা তার বেশি শতরান করেছেন।