শুরু জল্পেশ মন্দিরের শ্রাবণী মেলা, মন্দির সম্পর্কে এই কথাগুলি জানেন?
শোনা যায় এই মন্দির চত্বরে যে মেলা বসত সেখানে নাকি হাতি পর্যন্ত বিক্রি হত! সময়টা অবশ্য ভারতের স্বাধীনতার আগে। ডুয়ার্স তখন ভুটানের অংশ ছিল তখন ময়নাগুড়িকে কেন্দ্র করেই পাহাড় ও সমতল অঞ্চলের মধ্যে ব্যবসা হত।
প্রদ্যুৎ দাস: শোনা যায় এই মন্দির চত্বরে যে মেলা বসত সেখানে নাকি হাতি পর্যন্ত বিক্রি হত! সময়টা অবশ্য ভারতের স্বাধীনতার আগে। ডুয়ার্স তখন ভুটানের অংশ ছিল তখন ময়নাগুড়িকে কেন্দ্র করেই পাহাড় ও সমতল অঞ্চলের মধ্যে ব্যবসা হত।
1/6
ভ্রামরী শক্তিপীঠের ভৈরব হলেন জল্পেশ
2/6
১৫২৪ সালে জল্পেশ মন্দির প্রতিষ্ঠা
জানা যায়, বিশ্ব সিংহ ১৫২৪ সালে জল্পেশ মন্দির প্রতিষ্ঠাতা করেন। বিশ্ব সিংহ কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা। এর ১০০ বছরেরও বেশি পরে রাজা প্রাণনারায়ণ ১৬৬৩ খ্রিস্টাব্দে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়তদের তত্ত্বাবধানে ছিল। ১৮৯৯ সালে রানি জগদেশ্বরী দেবী এর পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
photos
TRENDING NOW
3/6
শ্রাবণী মেলা
এ হেন ঐতিহ্যবাহী একটি মন্দিরে শুরু হয়েছে শ্রাবণী মেলা। করোনা-পরবর্তী এই মেলা অন্যরকম উন্মাদনার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। জলপাইগুড়ি জেলাশাসক জানিয়েছেন, গত দু'বছরে করোনার কারণে মন্দিরে মেলা বন্ধ ছিল। এ বছরে সিঙ্গল ইউজ প্লাস্টিকে নিষেধাজ্ঞা আনা হয়েছে। মন্দির এবং মেলা চত্বর 'নো প্লাসটিক জোন' করা হয়েছে। পুজো দিতে মন্দিরে যেন ১০০ জনের বেশি একসঙ্গে না ঢোকেন সেদিকেও নজর রাখা হবে বলে জানান তিনি।
4/6
ঐতিহ্যবাহী মন্দিরে পুজো
5/6
সকলেই আশান্বিত
6/6
মন্দির ও মেলা প্রাঙ্গণে নিরাপত্তা
photos