1/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268337-mahima11806612835x547-m.jpg)
2/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268336-mahima-chaudhry-pictures.jpg)
photos
TRENDING NOW
3/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268334-9992-ms.jpg)
4/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268335-hqdefault.jpg)
6/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268331-mahima-1591664089.jpg)
7/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268330-mahima15edf31aa68333.jpg)
মহিমা চৌধুরী আরও জানান, ১৯৯৮ সালে রামগোপাল বর্মার 'সত্য' ছবির জন্য আমাকে সই করানো হয়েছিল। পরে সেটা উর্মিলা মাতন্ডকরকে দিয়ে দেওয়া হয়। এমনকি সেটা তাঁকে পরিচালক রামগোপাল বর্মা না জানিয়েই করেছিলেন বলে অভিযোগ তাঁর। পরে সেটা আমি সংবাদমাধ্যমের থেকে জানতে পারি, ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। সেটা খুব সম্ভবত আমার দ্বিতীয় ছবি হওয়ার কথা ছিল।
8/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268332-918961-mahima-chaudhary-subhash-ghai.jpg)
এদিকে তাঁর বিরুদ্ধে মহিমা চৌধুরী এমন অভিযোগ তোলায় হতবাক পরিচালক সুভাষ ঘাই। তিনি বলেন, ''মহিমার মুখে এধরনের কথা শুনে আমি হতবাক। ওর সঙ্গে আমার এখনও ভালো বন্ধুত্ব রয়েছে। এমনকি ও কিছুদিন আগেও আমায় মেসেজ করেছিল, ২৩ বছর পরও বিভিন্ন অনুষ্ঠানে পরদেশ-এর গানে ওকে কীভাবে স্বাগত জানানো হয়। মহিমা ভালো মেয়ে ওকে আমি বিশ্বাসও করি। হতে পারে, ও কোনও কথা প্রসঙ্গে এধরনের মন্তব্য করেছে।''
9/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268329-mahimachaudharyin2018cropped.jpg)
তবে 'পরদেশ' ছবির ঠিক পর পরই মহিলার সঙ্গে যে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেটা স্বীকার করে নেন সুভাষ ঘাই। তাঁর কথায়, ''১৯৯৭ সালে পরদেশ মুক্তি পাওয়ার পরপরই চুক্তিভঙ্গ করায় আমার কোম্পানি ওকে নোটিস পাঠিয়েছিল। যেটা নিয়ে সংবাদমাধ্যমে বহু আলোচনা হয়েছিল। পরে আমি সেই চুক্তি তুলে নিয়েছিলেন। হতে পারে মহিমা সেই বিষয়টা এখনও ভুলতে পারেনি।''
10/10
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/13/268328-425245.jpg)
photos