এমন এক ফুটবলার যাঁর নামে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আলাদা কোর্স, আজ তাঁর জন্মদিন
Feb 05, 2020, 15:05 PM IST
1/5
আজ রোনাল্ডোর জন্মদিন
লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বিশ্বের সেরা ফুটবলার কে! আজ এসব তর্ক না হয় থাক। আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের জন্মদিন। ৩৫-এ পা দিলেন ক্রিশ্চিয়ানো দস সান্তোস আভেইরো। রোনাল্ডো সম্পর্কে কিছু অজানা কথা আজ তুলে ধরব আমরা। রোনাল্ডো ভক্তদের জন্য।
2/5
আজ রোনাল্ডোর জন্মদিন
প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের নামের সঙ্গে মিল রেখে রোনাল্ডোর বাবা ছেলের নাম রেখেছিলেন। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড। রোনাল্ডো কি ফুটবলার থেকে অভিনেতা হবেন?
photos
TRENDING NOW
3/5
আজ রোনাল্ডোর জন্মদিন
দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪৪ সেন্টিমিটার এবং দৌড়ে এসে ৭৮ সেন্টিমিটার লাফাতে পারেন রোনাল্ডো। যা কি না কোনও বাস্কেটবল খেলোয়াড়ের পক্ষেও সম্ভব নয়। একটি গবেষণায় দেখা গিয়েছে, রোনাল্ডো লাফালে তাঁর শরীরের চিতাবাঘের মতো শক্তি উত্পন্ন হয়।
4/5
আজ রোনাল্ডোর জন্মদিন
আর পাঁচজনের থেকে তাঁর হৃদপিন্ড বেশি গতিতে চলত। তাই ১৫ বছর বয়সে রোনাল্ডোর হৃদপিন্ডে অস্ত্রোপচার হয়েছিল।
5/5
আজ রোনাল্ডোর জন্মদিন
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওকান্যাগান ক্যাম্পাসে রোনাল্ডোর নামে আলাদা একটি কোর্স পড়ানো হয়। সমাজ ও সংস্কৃতিতে রোনাল্ডোর প্রভাব। সেই কোর্স-এর মূল বিষয় এটাই।