1983 World Cup, Sachin Tendulkar: প্রথম বিশ্বকাপ জয় নিয়ে আবেগপ্রবণ মাস্টার ব্লাস্টার, শেয়ার করলেন ছবি
টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন সচিন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে, লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে বিশ্বকাপ হাতে তুলছেন কপিল দেব। দ্বিতীয় ছবি রণবীর সিংয়ের সিনেমা 83-র শেষ দৃশ্য।
নিজস্ব প্রতিবেদন: প্রথম বিশ্বকাপ জয়ের সময় ওঁর বয়স ছিল মাত্র ১০। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) অনেক জায়গায় বলেছেন যে, কপিল দেবের (Kapil Dev) অধীনে সেই ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় (1983 World Cup Final) তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দেখতে দেখতে ৩৯ বছর কেটে গেল। আর তাই বিশ্বকাপ জয় নিয়ে আবেগপ্রবণ মাস্টার ব্লাস্টার। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।
সচিন লিখলেন, 'কিছু মুহূর্ত জীবনের অঙ্গ হিসেবে রয়ে যায়। নতুন স্বপ্ন দেখাতে শুরু করে। ১৯৮৩ সালের আজকের দিনেই তো আমরা প্রথমবার বিশ্বজয়ী হয়েছিলাম, সেই মুহূর্ত ভুলে যাওয়ার নয়।"
Sachin Tendulkar (@sachin_rt) June 25, 2022
টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন সচিন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে, লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে বিশ্বকাপ হাতে তুলছেন কপিল দেব। দ্বিতীয় ছবি রণবীর সিংয়ের সিনেমা 83-র শেষ দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে বিশ্বকাপ জয়ের পর বাবার কাঁধে চেপে সেলিব্রেশনে মত্ত কোঁকড়া চুলের ছোট ছেলে। বেশ বোঝা যাচ্ছে ছেলেটি ভবিষ্যতে 'আধুনিক ক্রিকেটের ডন' হিসেবে পরিচিতি পাবেন।
আরও পড়ুন: 83, Yaspal Sharma: কেটে গেল ৩৯ বছর, যশকে নিয়ে এখনও আবেগপ্রবণ 'Kapil's Devils'
আরও পড়ুন: 1983 World Cup: ৮৩-র বিশ্বকাপ জয়ের পরেই ঘটেছিল এই ঘটনা! জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ