ক্রিকেট বিশ্বের `শাসক` হতে কামান দাগছে বিসিসিআই

ক্রিকেট বিশ্বের শাসক হতে কামান দাগছে বিসিসিআই

Updated By: Jun 8, 2014, 07:37 PM IST

আইসিসির বিরুদ্ধে এবার সরাসরি তোপ দাগল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব সঞ্জয় প্যাটেল হুমকির সুরে জানিয়েছেন আইসিসি যদি বিসিসিআইকে গুরুত্ব না দেয় তাহলে তারা একটি সমান্তরাল ক্রিকেট বডি তৈরি করবে। তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সমর্থনও তাদের পাশে আছে।

তিনি বলেন, আইসিসির আয়ের সিংহভাগ আসে ভারতের থেকে। কিন্তু বিসিসিআই লভ্যাংশের মাত্র তিন বা চার শতাংশ পায়। ফলে আইসিসির পূর্ণ সদস্য দশটি দেশ ভালভাবেই জানে ভারতীয় বোর্ডের অবদান কতটা। সঞ্জয় প্যাটেল আরও জানিয়েছেন এই মাসের শেষে এন শ্রীনিবাসনই বসবেন আইসিসির প্রথম চেয়ারম্যান পদে। আইসিসির সব সদস্য দেশকেই বিষয়টি বোঝানো হয়েছে। তিনি বলেন আইসিসির চেয়ারম্যান পদে বসার ব্যাপারে শ্রীনিবাসনের উপর সুপ্রিম কোর্টেরও কোনও নিষেধাজ্ঞা নেই।

Tags:
.