সাসপেন্ড জিম্বাবোয়ের বদলে নতুন বছরের শুরুতেই ভারত সফরে আসছে শ্রীলঙ্কা
জুলাই মাসে জিম্বাবোয়েকে সাসপেন্ড করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
![সাসপেন্ড জিম্বাবোয়ের বদলে নতুন বছরের শুরুতেই ভারত সফরে আসছে শ্রীলঙ্কা সাসপেন্ড জিম্বাবোয়ের বদলে নতুন বছরের শুরুতেই ভারত সফরে আসছে শ্রীলঙ্কা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/26/210660-3.jpg)
নিজস্ব প্রতিবেদন : শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন বছর শুরু করবে টিম ইন্ডিয়া। এই সিরিজটি খেলার কথা ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। কিন্তু আইসিসি জিম্বাবোয়েকে সাসপেন্ড করায় শ্রীলঙ্কার সঙ্গে এই সিরিজ খেলবে ভারত।
জুলাই মাসে জিম্বাবোয়েকে সাসপেন্ড করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। কিন্তু যখন সিরিজ ঘোষণা করা হয়, তখন অবশ্য জিম্বাবোয়েকে সাসপেন্ড করেনি আইসিসি। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
JUST IN: Sri Lanka to play three-match T20I series against India in January.
More details here - https://t.co/2Dwcyvcrl5 #INDvSL pic.twitter.com/DMs5YL0fDu
— BCCI (@BCCI) September 25, 2019
একনজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার ভারত সফরের সূচি-
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ : গুয়াহাটি (৫ জানুয়ারি)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ : ইন্দোর (৭ জানুয়ারি)
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ : পুনে (১০ জানুয়ারি)
আরও পড়ুন - ঘরের মাঠে পেয়ে বাংলাদেশকে নাকানি চোবানি খাওয়াল ভারতীয় দল