ঘরের মাঠে পেয়ে বাংলাদেশকে নাকানি চোবানি খাওয়াল ভারতীয় দল
শেষ ম্যাচ এখন স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে বাংলাদেশ দলকে পেয়ে নাকানি চোবানি খাওয়াল ভারতে অনূর্ধ্ব ২৩ দল। এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ জিতে নিল ভারতীয় দল। সিরিজের চতুর্থ ম্যাচে এদিন ভারতীয় দল চার উইকেটে জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় দল। আগামী শুক্রবার সিরিজের ফাইনাল ম্যাচ। কিন্তু শেষ ম্যাচ এখন স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। কারণ, এদিন লখনৌয়ের স্টেডিয়ামে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল।
আরও পড়ুন- গড়াপেটার অভিযোগে গ্রেফতার কর্নাটক প্রিমিয়ার লিগের ফ্যাঞ্চাইজি মালিক
এদিন প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২০১ রান তোলে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত হাফসেঞ্চুরি দলকে কিছুটা স্বস্তি দেয়। একটা সময় ৫৫ রানে চার উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যায় বাংলাদেশ। ভারতের আর্শদীপ সিং ও অতীত শে দুটি করে উইকেট পেয়েছেন। এর পর ভারতীয় দলও ব্যাটিং করতে নেমে শুরুর দিকে ধুঁকতে থাকে। ৯৮ রানে চার উইকেট খোয়ানোর পর সমস্যায় পড়ে যায় ভারতীয় দল। কিন্তু প্রিয়ম গর্গের সৌজন্যে ভারতীয় দল শেষমেশ ৪২.২ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।