নেলসন ক্রিকেট মাঠের আন্তর্জাতিক ম্যাচের অভিষেকে একদিকে গরু চড়লো, অন্যদিকে ছক্কা মারলেন ম্যাককুলাম

নতুন আরও একটা আন্তর্জাতিক ক্রিকেট মাঠের অভিষেক হয়ে গেল রবিবার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের চতুর্থ একদিনের ম্যাচ আয়োজিত হল নেলসনের স্যাক্সটন ওভাল নামের মাঠে (Saxton Oval, Nelson)। এই প্রথম নেলসনের স্যাক্সটন ওভালের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হল। বৃষ্টির ভ্রকুটি সত্ত্বেও ম্যাচ দেখতে ভিড় জমালেন বহু ক্রিকেটপ্রেমী।

Updated By: Jan 5, 2014, 09:39 PM IST

------------------------------------------------------------------------------
নতুন আরও একটা আন্তর্জাতিক ক্রিকেট মাঠের অভিষেক হয়ে গেল রবিবার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের চতুর্থ একদিনের ম্যাচ আয়োজিত হল নেলসনের স্যাক্সটন ওভাল নামের মাঠে (Saxton Oval, Nelson)। এই প্রথম নেলসনের স্যাক্সটন ওভালের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হল। বৃষ্টির ভ্রকুটি সত্ত্বেও ম্যাচ দেখতে ভিড় জমালেন বহু ক্রিকেটপ্রেমী।

এই মাঠেই ২০১৫ বিশ্বকাপের গ্রুপ লিগের বেশ তিনটি ম্যাচ আয়োজিত হবে। তার আগে মহড়াটা বেশ দারুণ হল। এমনিতে ক্রিকেট বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে সেরা মাঠ দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডেই। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্য ছবি উঠে এল আজকে নেলসন স্যাক্সটন ওভাল মাঠের আন্তার্জাতিক অভিষেক ম্যাচে। নিরাপত্তার বাড়াবাড়ি নেই, হুড়হুড়ি নেই। মাঠের একধারে গরু চড়তে দেখা গেল। তখন আবার মাঠের মধ্যে ছক্কা হাঁকাচ্ছেন গুপ্তিল-ম্যাককুলামরা। আজকের এই পেশাদার-বাণিজ্যিক ক্রিকেটের যুগে যে ছবিটা একেবারে বিরল।

আজকের ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫৮ রানে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল নিউজিল্যান্ড।

.