মিরান্দার শেষ মুহূর্তের গোলে আর্জেন্তিনাকে ১-০-য় হারাল ব্রাজিল

এই নিজে আর্জেন্তিনার বিরুদ্ধে গত ৫টি ম্যাচে ৩টিতে জয় পেল ব্রাজিল। ১টি ম্যাচ জিতেছে আর্জেন্তিনা। একটি ড্র।

Updated By: Oct 17, 2018, 01:34 PM IST
মিরান্দার শেষ মুহূর্তের গোলে আর্জেন্তিনাকে ১-০-য় হারাল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদন: শেষ মুহূর্তের গোলে চির প্রতিদ্বন্দী আর্জেন্তিনাকে হারাল ব্রাজিল। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় প্রীতি ম্যাচের ফল ছিল ১-০। ম্যাচের একমাত্র গোলটি করেন জিয়াও মিরান্দা।

এদিনের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ধরে রেখেছিল ব্রাজিল। মেসি-হীন আর্জেন্তিনাও একাধিক সুযোগ পেয়ে হারিয়েছে। রিয়াল বেতিসের মিড ফিল্ডার জিওভানি লো সালসোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২২ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল খেতে বসেছিল ব্রাজিল। ২৮ মিনিটে আর্জেন্তিনার গোললাইন থেকে গোল বাঁচান নিকোলাস ওতামেন্দি। হাফ টাইমের ঠিক আগে ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি নেইমার।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানিলো। ৭০ মিনিটে নেইমারের ফ্রি কিকে আর্থার মেলোর ফ্রি কিক ঠেকিয়ে দেন সের্জিও রোমেরো। ৮৪ মিনিটে আরও একটা সুযোগ হারায় ব্রাজিল। 

রাজনীতিতে এলেন হাসিন, শামি-পত্নী যোগ দিলেন কংগ্রেস-এ

ম্যাচ যখন নিশ্চিত গোলশূন্য ড্র-এর দিকে এগোচ্ছে তখনই চার মিনিট ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোল পায় ব্রাজিল। নেইমারের কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান মিরান্দা। 

এই নিজে আর্জেন্তিনার বিরুদ্ধে গত ৫টি ম্যাচে ৩টিতে জয় পেল ব্রাজিল। ১টি ম্যাচ জিতেছে আর্জেন্তিনা। একটি ড্র।

 

  

  

.